মোঃ রায়হান
ক্রাইম রিপোর্টার, নওগাঁ জেলা
নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম এর নির্দেশে উন্মুক্ত জলাশয়, নদী ও বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দকৃত জাল পুড়িয় ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর ত্রিমুহনী ব্রিজের আশেপাশেন বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়েছে এবং অপর একটি অভিযান গোবরচাপাহাটে পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৫০হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং ১ লক্ষ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে পরে জব্দকৃত জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহকারী মৎস্য অফিসার আঃ বারিক, বদলগাছী থানার এস আই মনোয়ার সহ কয়েকজন কনস্টেবল ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।