রানীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি: বুধবার বেলা আনুমানিক ৩:৩০ সময় আত্রাই বিড়িকুচ্চা রেলস্টেশন থেকে একটু দূরে মোঃ আমজাদ শেখ (৭০)বৃদ্ধার রেলে কাটা পড়া মরা, দেহটি পাওয়া যায়।
মৃত আমজাদ শেখের বাড়ি রাণীনগর থানার ১নং খটেশ্বর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের মৃত জবর শেখের ২য় পুত্র।
পরিবার সূত্রে জানা যায় মৃত আমজাদ শেখ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত দুই বছর আগে আমজাদ শেখ ব্রেন স্ট্রোক করেন, নিয়মিত চিকিৎসা করানোর জন্য তার শরীরে হালকা উন্নতি হয় নিজে চলাফেরা করতে পারেন।
বুধবার সকাল দশটা সময় ওষুধ কেনার নাম করে রাণীনগর উপজেলা বাসস্ট্যান্ডে যায়। দুই ঘন্টা পর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। আমজাদ শেখ কে খুজে না পাওয়ায় বিকেলে মাইকিন করা হয়, তবুও খোঁজ না পেয়ে রাণীনগর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়।
আনুমানিক রাত ১০ টার সময় রাণীনগর থানা থেকে ফোন আসে সান্তাহার রেল স্টেশন থানায় যোগাযোগ করার জন্য। সান্তাহার রেলস্টেশন থানায় যোগাযোগ করলে ওসি মুক্তার হোসেন জানাই আত্রাই বিড়িকুচ্চা স্টেশন থেকে একটু দূরে আনুমানিক সাড়ে তিনটার সময় রেলে কাটা পড়া অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে মৃত দেহটি সান্তাহার রেলস্টেশন থানায় আনা হয়।
ওসি মোক্তার হোসেন আরো জানান, খবর পেয়েই লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের বড় ছেলে মিন্টু শেখর কাছে রাত দুইটার সময় হস্তান্তর করা হয়।
সংবাদ শিরোনাম
নওগাঁ আত্রাইয়ে রেলে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ১১:৩০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- ১৫৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ