ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘোড়া বর্ষের প্রতিপাদ্যে চীন-আরব সাংস্কৃতিক সেতুবন্ধন Logo একচীন নীতিতে পুনরায় সমর্থন জানাল তিন আরব দেশ Logo ম্যাকাও প্রধান নির্বাহীর কার্যপ্রতিবেদন শুনলেন প্রেসিডেন্ট সি Logo দাম ও মানের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে এগিয়ে চীনা অটোমোবাইল Logo টানা নবম বছর গ্যাস উৎপাদনে চীনের মাইলফলক Logo শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা Logo বরুড়ায় মরহুম হাজী নোয়াব আলী স্মৃতি স্মরনে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo সুনামগঞ্জে ১ টি স্টিল নৌকাসহ ৩১টি ভারতীয় গরু আটক Logo পবায় রাতের আঁধারে কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন মাশরাফি

নড়াইলের পল্লী অবকাঠামো উন্নয়নে ২৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নড়াইল জেলা প্রতিনিধি: একনেক সভায় ‘নড়াইল জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন’ নামে ২৫০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে নিজের ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেন মাশরাফি।

ফেসবুক পোস্টে মাশরাফি বলেন, আপনারা সকলেই অবগত আছেন, আমি নির্বাচিত হয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য হওয়ার পর থেকে নড়াইল জেলার (বিশেষ করে নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলার) গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য যে রাস্তাগুলো অবহেলিত ছিল তার উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নিই।

প্রাথমিকভাবে ৯০০ কোটি টাকার প্রকল্প নির্ধারণ করে ‘নড়াইল জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে প্রস্তাবনা প্রেরণ করা হয়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার জন্য দুই বছরের অস্থিরতা এবং পরবর্তীতে অন্যান্য বৈশ্বিক মন্দার কারণে আমাদের এই উন্নয়ন প্রকল্পটির বাস্তবায়ন পিছিয়েছে।

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ অবশেষে আজ একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলবাসীর প্রতি সুদৃষ্টির কারণে এই প্রকল্পটি ২৫০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে অনুমোদন দেওয়া হয়েছে (বরাদ্দ আগামীতে বাড়বে)। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নড়াইলবাসী এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আমরা নড়াইলবাসী আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

পোস্টটিতে মাশরাফি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, সচিব মুহাম্মদ ইব্রাহিম, একনেক সভার সদস্য মো. ফজলুল হক (কৃষি ও পল্লী প্রতিষ্ঠান উইং), অতিরিক্ত-সচিব সাইদুজ্জামান, যুগ্ন-সচিব অঞ্জন কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শরীফ হোসেন, উপ-সচিব ফারজানা মান্নানসহ প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মাশরাফি বলেন, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমাদের নড়াইলের উন্নয়ন এগিয়ে যাবে আগামীতেও।

জনপ্রিয় সংবাদ

ঘোড়া বর্ষের প্রতিপাদ্যে চীন-আরব সাংস্কৃতিক সেতুবন্ধন

SBN

SBN

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন মাশরাফি

নড়াইলের পল্লী অবকাঠামো উন্নয়নে ২৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০৯:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

নড়াইল জেলা প্রতিনিধি: একনেক সভায় ‘নড়াইল জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন’ নামে ২৫০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে নিজের ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেন মাশরাফি।

ফেসবুক পোস্টে মাশরাফি বলেন, আপনারা সকলেই অবগত আছেন, আমি নির্বাচিত হয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য হওয়ার পর থেকে নড়াইল জেলার (বিশেষ করে নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলার) গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য যে রাস্তাগুলো অবহেলিত ছিল তার উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নিই।

প্রাথমিকভাবে ৯০০ কোটি টাকার প্রকল্প নির্ধারণ করে ‘নড়াইল জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে প্রস্তাবনা প্রেরণ করা হয়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার জন্য দুই বছরের অস্থিরতা এবং পরবর্তীতে অন্যান্য বৈশ্বিক মন্দার কারণে আমাদের এই উন্নয়ন প্রকল্পটির বাস্তবায়ন পিছিয়েছে।

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ অবশেষে আজ একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলবাসীর প্রতি সুদৃষ্টির কারণে এই প্রকল্পটি ২৫০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে অনুমোদন দেওয়া হয়েছে (বরাদ্দ আগামীতে বাড়বে)। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নড়াইলবাসী এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আমরা নড়াইলবাসী আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

পোস্টটিতে মাশরাফি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, সচিব মুহাম্মদ ইব্রাহিম, একনেক সভার সদস্য মো. ফজলুল হক (কৃষি ও পল্লী প্রতিষ্ঠান উইং), অতিরিক্ত-সচিব সাইদুজ্জামান, যুগ্ন-সচিব অঞ্জন কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শরীফ হোসেন, উপ-সচিব ফারজানা মান্নানসহ প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মাশরাফি বলেন, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমাদের নড়াইলের উন্নয়ন এগিয়ে যাবে আগামীতেও।