
চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসনের সূত্র থেকে ২২ জুলাই জানা গেছে যে, চলতি বছরের প্রথমার্ধে, দেশের বেসামরিক বিমান পরিবহন শিল্প মোট ৩৭০ মিলিয়ন যাত্রী এবং ৪.৭৮৪ মিলিয়ন টন পণ্যসম্ভার ও ডাক পরিবহন সম্পন্ন করেছে, যা যথাক্রমে গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ৬ শতাংশ এবং ১৪.৬ শতাংশ বেশি। এটি বেসামরিক বিমান পরিবহনের মাত্রাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে।
একই দিনে, চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসনের উদ্যোগে একটি জাতীয় মধ্য-বর্ষের কর্ম টেলিকনফারেন্সে সংস্থাটির পরিচালক সোং চি ইয়োং বলেন যে, বছরের প্রথমার্ধে ফ্লাইটের পরিমাণ ৫.৬ শতাংশ বৃদ্ধির সাথে সাথে, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে।
তিনি আরো বলেন, বছরের প্রথমার্ধে, আন্তর্জাতিক যাত্রী পরিবহন রুটে ১২৩টি নেট বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহনের পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে; দেশীয় এবং আন্তর্জাতিক কার্গো ও ডাক পরিবহনের পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় যথাক্রমে ৮.৯ শতাংশ এবং ২৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ১৬টি নতুন আন্তর্জাতিক কার্গো রুট যুক্ত করা হয়েছে।
সোং আরো বলেন, বছরের প্রথমার্ধে ঐতিহ্যবাহী সাধারণ বিমান চলাচল ৫ লাখ ৭০ হাজার ঘন্টা সম্পন্ন করেছে, বাস্তব নামে নিবন্ধিত ড্রোনের সংখ্যা ২৭ লাখ ২৬ হাজার ছাড়িয়ে গেছে এবং মোট ফ্লাইট ঘন্টা ছিল ২৪.৪৭ মিলিয়ন, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাধারণ বিমান চলাচল এবং নিম্ন-উচ্চতার অর্থনীতি নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিকশিত হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।