
নদীর বুকে সন্ধ্যা যখন নামে
সেন্টু রঞ্জন চক্রবর্তী
নদীর বুকে সন্ধ্যা যখন নামে
তখন তুমি কলসি কাঁখে আসো,
উদাস বাতাস ঘোমটা উড়ায় তোমার
তাই বুঝিগো মিষ্টি করে হাসো।
রাখাল তার বাঁশের বাঁশি নিয়ে
বটের ছায়ে বসে বসে বিরহী সুর তুলে,
তুমি কিগো সে সুর শুনতে আসো
কলসি ভরো কষ্টের নদীর জলে ?
নিত্য আমি তাকিয়ে তোমার দিকে
যাই যে ভুলে ঘরে ফেরার কথা,
আঁধার এসে চুপটি ডেকে যায়
ভাঙেনা তাতে আমার নীরবতা।
হয়না কভু তোমার সাথে কোনো আলাপন
তবুও আমার ইচ্ছে করে আপন করে ডাকি ,
কে জানিগো পেছন হতে আস্তে করে বলে
সব ভালোতে রয়না ভালো অনেক থাকে মেকি।
তখন আমি থমকে দাঁড়াই ভাবি মনে মনে
অবুঝ মনের সবুজ পাতা এমনিতেই কি সাজে,
কিসের ছোঁয়ায় লাজুক হয়ে লুকায় গহীন বনে
আসা যাওয়ার পথের ধারে নিত্যদিনের কাজে।
(আগরতলা ০৬/০৩/২০২৪)