
মোঃ জাহিদ, ঝালকাঠি
ঝালকাঠির নলছিটি উপজেলায় নিরাপদ পানির সংকট নিরসনে কাতার চ্যারিটির অর্থায়নে জনসাধারণের মাঝে ৪০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পানিবঞ্চিত এলাকার মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
টিউবওয়েল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের মনোনীত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। তিনি বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। কাতার চ্যারিটির এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলার নায়েবে আমীর সাইদুর রহমান কবির, থানা সেক্রেটারি সৈয়দ এম এ সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নলছিটি উপজেলা সভাপতি সাব্বির রহমান এবং উপজেলা সেক্রেটারি ফেরদৌস হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, উপকূলীয় ও গ্রামীণ এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকট বিরাজ করছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করবে।
আয়োজকেরা জানান, নলছিটির বিভিন্ন এলাকায় প্রয়োজন বিবেচনায় এসব টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানির চাহিদা অনেকাংশে পূরণ হবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা টিউবওয়েল বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 


























