
মো: বেলায়েত হোসেন, শেরপুর
নালিতাবাড়ী উপজেলাতে ভারতীয় ২৪ বোতল মদসহ সিনিয়র এক আইনজীবি এবং মদ সরবরাহকারী ও মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ৩০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলতলা মহাখালী ও শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই আইনজীবির নাম সুধাংশু কালোয়ার (৫৫)।
এছাড়াও একই রাতে পৃথক সময়ে কাকরকান্দি বাজারে অভিযান চালিয়ে অটোরিকশা ভর্তি চোরাই পথে আনা ভারতীয় ৫শ কেজি চিনিসহ একজন এবং গাজিরখামার টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের শিমুলতলা মাহাখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সীমান্ত থেকে শহরের দিকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করলে ২৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এসময় মোটরসাইকেল চালক নিবির সাংমা ওরফে টুনটুন (২৫) এবং মফিজুল ইসলাম (২৭) কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে মদ গ্রহণকারী সুধাংশু কালোয়ারের কাছে পৌছায় পুলিশ। শহরের দক্ষিণ বাজারে মদ গ্রহণকালে কৌশলে আসা পুলিশ সুধাংশু কালোয়ারকে গ্রেফতার করে। নিবির সাংমা ও মফিজুল ইসলামের বাড়ি উপজেলার কালাকুমা গ্রামে।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে কাকরকান্দি ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৫শ কেজি ভারতীয় চিনিসহ একটি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতার করা হয় অটোরিকশা চালক রাজু (২০) মিয়াকে। গ্রেফতারকৃত রাজু মিয়া হালুয়াঘাট উপজেলার বেতকুড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
এছাড়াও রাত পৌণে ১০টার দিকে শহরের গাজিরখামার টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিন ওরফে জুলফিকার (৪৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুলফিকার গাজীরখামার টেম্পু স্ট্যান্ড এলাকার মৃত নূর মোহাম্মদ এর ছেলে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























