
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামিলীগের মননোয়ন প্রত্যাশী নাজির মিয়ার পোষ্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের আওয়ামীলীগের মননোয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়ার নির্বাচনী প্রচারনার পোষ্টারের উপর যুবলীগের সম্মেলনের পোস্টার সাটানো ও উনার প্রচারণার পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে এই ঘটনা ঘটে। প্রয়াত ইসলাম ভূঁইয়া ‘র ছেলে যুবলীগ নেতা খাইরুল ভূঁইয়া ও জয়নাল আবেদীনের ছেলে আলী আজম নাসিরনগর সদরের ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর, নাসিরনগর সদরের প্রধান প্রধান সড়ক, কলেজ মোড়, পিটিআই মার্কেট (উপজেলা আ.লীগ কার্যালয়ের সম্মুখ) এলাকাসহ বিভিন্নস্থানে পরিকল্পিত ভাবে এমপি প্রার্থী নাজির মিয়ার অসংখ্য পোষ্টারের উপর পোষ্টার লাগান ও ছিড়ে ফেলেন বলে অভিযোগ করেছেন এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ নাজির মিয়া।
নাসিরনগরের বেশ কয়েকটি স্থানে বুধবার রাতে যুবলীগের ইউনিয়ন সম্মেলনের পোষ্টার লাগানোর কাজে নিয়োজিত কর্মীরা নাজির মিয়ার পোষ্টারের উপর পোষ্টার লাগিয়ে দেয় ও পুরো উপজেলায় কে বা কাহারা নিয়মিত নাজির মিয়ার পোষ্টার ছিড়ে ফেলে।
এ বিষয়ে এমপি প্রার্থী নাজির মিয়া দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রসাশন ও সাংবাদিকদের বিষয়টি অভিযোগ আকারে জানানো হয়েছে। ইতিমধ্যেই এলাকার সাংবাদিকরা সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ নাজির মিয়া “দৈনিক মুক্তির লড়াই” কে বলেন,আমি ব্যাক্তিগত ভাবে পোষ্টারের উপর পোষ্টার লাগানো বা পোষ্টার ছেড়ার সমর্থণ করিনা। আপনারা যারা এমপি পদপ্রার্থী দয়া করে আপনাদের কর্মিদের সঠিক দিকনির্দেশনা দিন, যাতে করে কর্মীরা না করে, কর্মীরা ভুল করলে কিন্তু তার দায়ভার নেতাকেই নিতে হবে।
এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, যুবলীগ নেতা খাইরুল ভূঁইয়া বলেন আমি বলেছি পোস্টারের উপরে পোস্টার লাগানোর জন্য।
অন্যদিকে আলী আজম বলেন, আমি টাকার বিনিময়ে পোস্টার লাগাইছি তারা যেখানে লাগাইতে বলছে আমি সেখানে লাগাইছি।
মুক্তির লড়াই ডেস্ক : 

























