
না বলা কথা
সাহানা সুলতানা
মেয়ে,,তুমি যাবে রংধনুর দেশে,,বলবো তোমায় চুপি চুপি না বলা কথা,,,
তুমি বলবার আগে বলে গেছে -ভোরের পাখি
তুমি বলবার আগে বলেছে,,-নিরব আঁখি
তোমার অপেক্ষা না করেই বলে গেলো- নির্বাক রাত্রি।
কাননের কুসুম,আনাবৃত পল্লবরাজি
তুমি শুধু আক্ষেপ করে গেলে,
না বলা কথা হয়নি এখনো বলে।
মেয়ে,,তোমার কষ্ট আজো জানা হলো না,
তুমি জানবার আগে জেনে গেছে – আকাশ,,
তুমি জানবার আগে জেনে গেছে -এই জনপদ,
তুমি জানবার আগেই জেনে গেছে- নাগরিক চাঁদ।
গোধূলি বিকেল,,,মায়াবী জোস্নামাখা রাত।
তুমি শুধু আক্ষেপ করে গেলে,
না বলা কথা হয়নি এখনো বলে।
মেয়ে, তোমার চুলের গন্ধ নিতে ভ্রমর হবো,মৌবনে করবো মিতালি,,
এলোচুল মেলবার আগেই ঘ্রাণ নিয়ে গেলো উত্তুরে হাওয়া।
খোঁপা করার আগেই ঘ্রাণ বিলিন করলো- কটাক্ষের মায়া
জীবন তোমায় সময় দিলো না,,গন্ধ নেয়া আর হলো না।
বেইমানি করলো ঘড়ির কাটা,কেলেন্ডারের পাতা
বড্ড দেরি হয়ে গেলো
তুমি শুধু আক্ষেপ করে গেলে,
না বলা কথা হয়নি এখনো বলে।