
খুলনা প্রতিনিধিঃ খুলনার রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে বনমালী মণ্ডল (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত যুবক খুলনার কয়রা উপজেলার ৬ নং কয়রা গ্রামের জোতিন্দ্র নাথ মণ্ডলের ছেলে। নগরীর বড়বাজারে কাঁচামালের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে নিয়োজিত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ২৫ জুন রবিবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা সোনাডাঙ্গা থানায় অপহরণ মামলা করতে যায়। তবে আত্মগোপন করেছে জানিয়ে পুলিশ তাদের মামলা গ্রহণ করেননি বলে অভিযোগ রয়েছে।
তার চাচাতো ভাই গৌতম মণ্ডল বলেন, রবিবার দুপুরের পর থেকে তাকে পাচ্ছিলাম না। তার ব্যবহৃত মোবাইলে কল দিলেও কেউ রিসিভ করছিল না। এক পর্যায়ে রাতে তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন আমরা পুলিশকে অবহিত করি। তার ভাই কে অপহরণ করে হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, সন্ধ্যায় বনমালীর নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে তাতে লেখা ছিল, ‘বিকালে ৪:৩০ থেকে কারা যেন আমার চোখ বেঁধে আটকে রেখেছে। আমি বিপদে আছি।
তিনি আরও বলেন, হোয়াটসঅ্যাপের মেসেজ সোনাডাঙ্গা থানা পুলিশ কে দেখিয়ে অপহরণ মামলা করতে চাইলে আত্মগোপন করেছে জানিয়ে পুলিশ আমাদের মামলা নেয়নি।
সোনাডাঙ্গা থানার এসআই মুক্তা বলেন, আমি গতকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত থানায় ডিউটিরত ছিলাম। এ সময়ের মধ্যে কেউ মামলা করতে আসেনি।
খুলনা রেলওয়ে পুলিশের এসপি মো. রবিউল হাসান বলেন, রেলস্টেশনের পশ্চিম পাশে মরদেহটি পড়ে ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যা নাকি আত্মহত্যা এখন বলা যাচ্ছে না।
মুক্তির লড়াই ডেস্ক : 


























