
লালমনিরহাট প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মিনিমাম যে সংস্কার প্রয়োজন, তা বিএনপির প্রণীত ৩১ দফার মধ্যে উল্লেখ রয়েছে। এই সংস্কারের অংশ হিসেবেই এর আগে শেখ হাসিনা সরকারের সময়ে যেসব খুন হয়েছে, তার বিচার দৃশ্যমান করতে হবে। হেলিকপ্টার থেকে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালানোর নির্দেশ যারা দিয়েছে, তাদের বিচারও এর আওতায় আসবে। নির্বাচনকালীন এ বিচার জনগণের সামনে দৃশ্যমান হতে হবে।”
তিনি মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন।
এ কর্মশালায় বিকাল ৪টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, “গত ১৫ বছরে দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে বিএনপি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রণয়ন করেছে। এখন সাধারণ মানুষকে এই ৩১ দফার সাথে সম্পৃক্ত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।”
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল আত্মসামাজিক প্রেক্ষাপটে দেশকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল। একজন আধুনিক বাংলাদেশের স্থপতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ে দেশ পরিচালনায় যে অবদান রেখেছেন, তা জাতি চিরকাল মনে রাখবে।”
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, “আমরা লড়াই-সংগ্রাম করেছি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, নির্যাতিত হয়েছি এবং অনেক প্রিয় ভাইকে হারিয়েছি।”
তিনি বলেন, “এক ব্যক্তির শাসন আর চলবে না। এজন্য প্রতিটি বিভাগ ও জেলায় সমন্বিতভাবে রাজনৈতিক প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসে এসব কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। দলের সর্বোচ্চ পর্যায়ে এ বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিএনপির রাজনীতির সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত এবং যারা শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনীতি করেছেন, তাদের সকলকে নিয়ে একটি জাতীয়তাবাদী ভিত্তির ওপর রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”