
মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: লাকসামে ছাত্রদল সন্ত্রাসীদের হাতে নিহত অনিকের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭জুলাই) উত্তর বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে লাকসাম পৌরসভা ৪নংওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের,লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি বাহারউদ্দিন, লাকসাম উপজেলা যুবলীগের সদস্য মাসুদ পারভেজ রনি, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাবুল, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহিন, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন জনি, পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মহিউদ্দিন।
উল্লেখ্য, গত ২১ জুন ছাত্রদলের সন্ত্রাসী রকির নেতৃত্বে হামলায় পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার অনিক গুরুতর আহত হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অনিক মৃত্যুবরণ করেন। ঈদের দিন সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে অনিকের লাশ দাফন করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 























