ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৪০ Logo টাঙ্গাইলে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন,পুলিশ সুপার Logo টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি তিন ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা Logo ডিমলায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা Logo চৌদ্দগ্রামে বিএনপির প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে রাষ্ট্রীয় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বাঘাছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসা’র ৮ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ সহ ৬ জন আটক Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে উদ্ধার Logo ভারতে টি ২০ বিশ্বকাপ খেলবেনা বাংলাদেশ

নীলফামারীতে জামাতার গাড়িচাপায় শ্বশুর নিহত, অভিযুক্ত জামাতা আটক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে জামাতার চালানো গাড়ির চাপায় শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জামাতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২রা জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শ্বশুরের নাম এনতাজুল (৬৫)। তিনি ওই গ্রামের আজগার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে জামাতা আবু তাহেরের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে আবু তাহের রাগান্বিত হয়ে শ্বশুরবাড়ির উঠান থেকে নিজের চালানো প্রাইভেটকার নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় তার শ্বশুর এনতাজুল গাড়ির সামনে দাঁড়ালে আবু তাহের গাড়িটি সামনে এগিয়ে দেন। এতে গাড়ির চাপায় গুরুতর আহত হন এনতাজুল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের মরদেহ বাড়ির সামনে স্থানীয় মসজিদে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত জামাতা আবু তাহেরকে আটক করে।

স্থানীয়রা জানান, জামাতা আবু তাহের কয়েকদিন আগে মাত্র গাড়িটি কিনেছিলেন।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গাড়ির চাপায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৪০

SBN

SBN

নীলফামারীতে জামাতার গাড়িচাপায় শ্বশুর নিহত, অভিযুক্ত জামাতা আটক

আপডেট সময় ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে জামাতার চালানো গাড়ির চাপায় শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জামাতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২রা জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শ্বশুরের নাম এনতাজুল (৬৫)। তিনি ওই গ্রামের আজগার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে জামাতা আবু তাহেরের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে আবু তাহের রাগান্বিত হয়ে শ্বশুরবাড়ির উঠান থেকে নিজের চালানো প্রাইভেটকার নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় তার শ্বশুর এনতাজুল গাড়ির সামনে দাঁড়ালে আবু তাহের গাড়িটি সামনে এগিয়ে দেন। এতে গাড়ির চাপায় গুরুতর আহত হন এনতাজুল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের মরদেহ বাড়ির সামনে স্থানীয় মসজিদে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত জামাতা আবু তাহেরকে আটক করে।

স্থানীয়রা জানান, জামাতা আবু তাহের কয়েকদিন আগে মাত্র গাড়িটি কিনেছিলেন।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গাড়ির চাপায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।