
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী শহরে ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করার অভিযোগে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দুপুরে শহরের কালিতলা বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের একাধিক প্রমাণ পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে ডিপ ফ্রিজে পুরনো খাবার মজুত রাখা হয়েছে, রান্না করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে এবং খাবার প্রস্তুতে ব্যবহার করা হচ্ছে আয়োডিনবিহীন লবণ। এসব অনিয়মের দায়ে কালিতলা এলাকার ঢাকাইয়া হোটেলকে ৭ হাজার টাকা এবং মদন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই প্রতিষ্ঠান দুটি জরিমানার অর্থ পরিশোধ করে।
সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, জনস্বার্থ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























