নীল নায়িকা
সুস্মিতা
কর্মকর্তাদের থেকে দুজন বিশিষ্ট হোমরাচোমরা ব্যক্তি এসেছেন অনুষ্ঠানের প্রধান অতিথিকে নিয়ে যাওয়ার জন্য। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তার জন্য বিশেষ সম্মান প্রদর্শনের ব্যবস্থা তো থাকবেই। “আন্তর্জাতিক নারীদিবস” উপলক্ষে আজকের অনুষ্ঠানের আয়োজন। কৃতী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবেন সম্মানীয়া নায়িকা।
জলপাই রং এর একটি বিশাল গাড়ি আনা হয়েছে নায়িকাকে নিয়ে যাওয়ার জন্য । তাকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে কর্মকর্তারা সসম্ভ্রমে গাড়ির দরজা খুলে দাঁড়ালেন …
মৃদু সুরভিত ও শীতাতপনিয়ন্ত্রিত গাড়ির পেছনের সীটে হেলান দিয়ে বসলেন নায়িকা ।
তার ঠোঁটের কোণে ফুটে উঠলো পাতলা হাসি …সে হাসি অনেকটা মোনালিসার হাসির মতোই রহস্যময় …
কর্মকর্তা দুজনকেই নায়িকা চিনতে পেরেছেন। তার মস্তিষ্ক জুড়ে স্মৃতির খেলা …
ষোলো বছর আগে এদেরই অপমান,অসম্মান ও অসহযোগিতার কারণে চোদ্দবছরের কিশোরীটি সপরিবারে পাড়া থেকে পালাতে বাধ্য হয়েছিল …
গভীর রাতের অন্ধকারে ,বোরখায় মুখ ঢেকে …।
কারণ তখন সে ছিল এক অসহায় ধর্ষিতা …
চোখ থেকে দামী কালো চশমাটা খুলে সীটের একপাশে রেখে দিলেন নায়িকা …আজ তিনি সাধারণ চলচিত্রের নায়িকা নন , ঘোষিতভাবে আন্তর্জাতিক নীলছবির নীলনায়িকা …
নীল নায়িকাদের মুখ ঢাকার প্রয়োজন হয়না …ধর্ষিতাদের হয়…।