
নেত্রকোনায় আলোচিত সেলিনা হত্যার দ্বায়ে স্বামী ফখরুলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১টায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মামলার বাদি নিহতের মা জ্যোৎস্না আক্তার, বোন মুক্তা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।
জানা যায়, গত ২৯জুন দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত অবস্থায় সেলিনার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনার পর থেকে স্বামী ফখরুল পলাতক রয়েছেন। এব্যাপারে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জ্যোৎস্না আক্তার।