
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা নোয়াখালী জেলা শাখার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান মাসের কারণে ১৭ই মার্চ এর পরিবর্তে বঙ্গবন্ধু শিশু মেলা নোয়াখালী জেলার আয়োজনে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে (৯ই মার্চ) শনিবার জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর শিশু-কিশোর মেলা নোয়াখালী জেলা শাখার সভাপতি মিজানুর রহমান বঙ্গ বিপ্লবের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুন আনম চৌধুরী। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল।
প্রতিযোগিতায় চিত্রাংকন, নৃত্য, ছড়া, গান, পল্লীগীতি, দেশের গান, বঙ্গবন্ধুর গান, আবৃত্তি মোট এক হাজারের উপরে প্রতিযোগী অংশ নেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























