ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

পঞ্চগড়ে আট দফা দাবিতে চা চাষীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

মোঃ ময়নুল ইসলাম, পঞ্চগড়

পঞ্চগড়ে চায়ের সবুজ পাতার ন্যায্য মূল্য নিশ্চিত, চা পাতার ওজন কর্তন ও চা চাষীদের হয়রানি বন্ধ সহ ৮ দফা দাবিতে গন অবস্থান সমাবেশ কর্মসূচি সড়ক অবরোধ ও রাস্তায় শুয়ে চা চাষীদের বিক্ষোভ।

৯ তারিখ সোমবার বিকেলে পঞ্চগড়ের চা বাগান মালিক সমিতি ও পঞ্চগড় ও উত্তরবঙ্গ চা চাষ রক্ষা আন্দোলন কমিটি ব্যানারে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী গন অবস্থান সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এসময় মহাসড়কে শুয়ে চা চাষীরা বিক্ষোভ করেন।

গন অবস্থান সমাবেশ কর্মসূচিতে চা চাষী আবুল বাশার বসুনিয়া, শাহিন আলম, আনিসুর রহমান আনিস বক্তব্য রাখেন।

পাঁচ থানার বিভিন্ন এলাকার চা বাগান মালিক শ্রমিক সহ তিন শতাধিক চা চাষী বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করেন।

এ সময় গন অবস্থান সমাবেশ কর্মসূচিতে অংশ গ্রহণ কারীরা বলেন, পঞ্চগড়ের চা-কারখানা মালিকসহ সিন্ডিকেট চক্রটি চা চাষিদের রক্ত চুষে খাচ্ছে। চাষীদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। চা পাতার ওজন কর্তন করে দাম কম দিয়ে চাষীদের হয়রানি করা হচ্ছে। তৈরি চায়ের দাম বাজারে থাকলেও কাঁচা চা পাতা বিক্রির সময় চাষীরা নায্য দাম পান না। অনলাইন নিলাম কেন্দ্র হয়েও চাষিরা কোনভাবে উপকৃত হচ্ছেন না। অনেক চাষী আজ ঋণগ্রস্থ। ঋণের টাকায় চা বাগানের পরিচর্যা করছেন। কিন্তু কীটনাশক সহ শ্রমিক খরচে তারা তুলতে পারছেন না। অনেকে কারখানার মালিকদের নির্মম নির্যাতনের শিকার হয়ে চাষিরা দাম না পেয়ে গাছ তুলে ফেলতে বাধ্য হচ্ছেন।

চা চাষীদের ভূর্তুকির মাধ্যমে মেশিন সহ আধুনিক যন্ত্রপাতি প্রদান, চায়ের দাম প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ, সুদ মুক্ত সহজ শর্তে ঋণ দেয়া, চায়ের আইন পরিবর্তন করা সহ ৮ দফা দাবি আগামী ৭ দিনের মধ্যে মানা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুশিঁয়ারী উচ্চারণ করেন তারা।

পরে চা চাষীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দাবি উপস্থাপন করেন।জেলা প্রসাশকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারিরা।

আপলোডকারীর তথ্য

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

SBN

SBN

পঞ্চগড়ে আট দফা দাবিতে চা চাষীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় ০৭:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

মোঃ ময়নুল ইসলাম, পঞ্চগড়

পঞ্চগড়ে চায়ের সবুজ পাতার ন্যায্য মূল্য নিশ্চিত, চা পাতার ওজন কর্তন ও চা চাষীদের হয়রানি বন্ধ সহ ৮ দফা দাবিতে গন অবস্থান সমাবেশ কর্মসূচি সড়ক অবরোধ ও রাস্তায় শুয়ে চা চাষীদের বিক্ষোভ।

৯ তারিখ সোমবার বিকেলে পঞ্চগড়ের চা বাগান মালিক সমিতি ও পঞ্চগড় ও উত্তরবঙ্গ চা চাষ রক্ষা আন্দোলন কমিটি ব্যানারে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী গন অবস্থান সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এসময় মহাসড়কে শুয়ে চা চাষীরা বিক্ষোভ করেন।

গন অবস্থান সমাবেশ কর্মসূচিতে চা চাষী আবুল বাশার বসুনিয়া, শাহিন আলম, আনিসুর রহমান আনিস বক্তব্য রাখেন।

পাঁচ থানার বিভিন্ন এলাকার চা বাগান মালিক শ্রমিক সহ তিন শতাধিক চা চাষী বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করেন।

এ সময় গন অবস্থান সমাবেশ কর্মসূচিতে অংশ গ্রহণ কারীরা বলেন, পঞ্চগড়ের চা-কারখানা মালিকসহ সিন্ডিকেট চক্রটি চা চাষিদের রক্ত চুষে খাচ্ছে। চাষীদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। চা পাতার ওজন কর্তন করে দাম কম দিয়ে চাষীদের হয়রানি করা হচ্ছে। তৈরি চায়ের দাম বাজারে থাকলেও কাঁচা চা পাতা বিক্রির সময় চাষীরা নায্য দাম পান না। অনলাইন নিলাম কেন্দ্র হয়েও চাষিরা কোনভাবে উপকৃত হচ্ছেন না। অনেক চাষী আজ ঋণগ্রস্থ। ঋণের টাকায় চা বাগানের পরিচর্যা করছেন। কিন্তু কীটনাশক সহ শ্রমিক খরচে তারা তুলতে পারছেন না। অনেকে কারখানার মালিকদের নির্মম নির্যাতনের শিকার হয়ে চাষিরা দাম না পেয়ে গাছ তুলে ফেলতে বাধ্য হচ্ছেন।

চা চাষীদের ভূর্তুকির মাধ্যমে মেশিন সহ আধুনিক যন্ত্রপাতি প্রদান, চায়ের দাম প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ, সুদ মুক্ত সহজ শর্তে ঋণ দেয়া, চায়ের আইন পরিবর্তন করা সহ ৮ দফা দাবি আগামী ৭ দিনের মধ্যে মানা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুশিঁয়ারী উচ্চারণ করেন তারা।

পরে চা চাষীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দাবি উপস্থাপন করেন।জেলা প্রসাশকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারিরা।