
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জাতীয় দৈনিক মুক্তির লড়াই পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শনিবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড় জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সরোয়ার।
আলোচক হিসেবে ছিলেন, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী, ঢাকা প্রেসক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা।
দৈনিক মুক্তির লড়াই পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহীন আলম আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একাত্তর টেলিভিশন এর প্রতিনিধি রফিকুল ইসলাম, পঞ্চগড় নিউ প্রেসক্লাবের সভাপতি মো: তোতামিয়া, সাধারণ সম্পাদক আসমা আকতারা আঁখি, আলমগীর হোসেন, সাংবাদিক রানা প্রমূখ।
এ সময় কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হয়।