
মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
কুমিল্লার বরুড়া উপজেলাধীন অলিতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসায় সোমবার (৪ মার্চ ২০২৪ খ্রিঃ) বেলা ১২.০০ টা থেকে ছাত্র-ছাত্রী শূন্য দেখা গেছে!
সরেজমিনে দেখা যায়, ক্লাসে ছাত্র-ছাত্রী নেই শিক্ষকরা রাস্তায় হাঁটাহাঁটি করছেন,মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পড়ার টেবিল রাস্তায় পড়ে আছে। অলিতলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার বলেন, সকাল ১১ টার পর থেকেই মাদ্রাসায় কোন ছাত্রছাত্রী নেই,সবাই চলে গেছে।
অলিতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার কয়েকজন শ্রেণি শিক্ষককে রাস্তায় হাঁটাহাঁটি করতে দেখে জানতে চাওয়া হয় আপনারা রাস্তায় হাঁটছেন মাদ্রাসা কি আজ বন্ধ? তারা সঠিক কোন সুনির্দিষ্ট ব্যাখা না দিতে পেরে প্রশাসন জানে বলে এড়িয়ে গেছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন রেজাকে ফোন দেওয়া হলে তিনি ফোনে জানান, আজ আমি সরকারি কাজে কুমিল্লায় আসছি মাদ্রাসার সহযোগী অধ্যক্ষকে দায়িত্ব দিয়ে এসেছি। তারা কেন ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দিয়েছি তা আমার বোধগম্য নয় তবে আগামীকাল (৫ মার্চ) মাদ্রাসায় গিয়ে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম বলেন, আজ কোন সরকারি ছুটি নেই,সকাল ১০.০০ টা থেকে ৪.০০ টা পর্যন্ত শ্রেণি কক্ষে পাঠদান চলবে, যেহেতু আপনি বিষয়টি অবগত করেছেন আমি সুষ্ঠু ভাবে তদন্ত নিব।
মুক্তির লড়াই ডেস্ক : 



























