
পতিতা
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ
চরিত্র হনন হ’লে, সমাজে পতিতা,
চরিত্র হননকারী, সমাজের ত্রাতা,
নারী ব’লে যতো দোষ,তার অক্ষমতা,
আঘাতে মান সম্ভ্রম,নষ্ট পবিত্রতা।
সমাজপতি আড়ালে,বানায় রক্ষিতা,
অভাবের তাড়নায়, ফাঁদে পড়ে সীতা,
রক্ষক ভক্ষক সেজে,শেখায় সংহিতা,
নরের নীচ প্রবৃত্তি, জ্বেলে রাখে চিতা।
বেশ্যার মাটিতে মূর্তি,দেবী আরাধিতা,
পুষ্পাঞ্জলি শ্রীচরনে,পাঠ চণ্ডী গীতা,
মুখোশধারী মহল, বিধির বিধাতা,
দিনের বেলা অশুচি,রাতে কাটে ফিতা।
পুরুষের দোষ নেই, যতো আদিখ্যেতা,
নারীরা বেলায় সাজা,তারা উপেক্ষিতা।
মুক্তির লড়াই ডেস্ক : 















