
মোঃ বিশাল উদ্দিন, পবা (রাজশাহী)।
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন জাতির বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টায় নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কৃত বিতরণ এবং বেলা ১১টায় উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার ও জাইকার উপজেলা কর্মকর্তা জাকিয়া সুলতানা এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হাসান, রাজশাহী সরকারি মহিলা কলেজের প্রভাষক সরকার রাহনুমা আফরোজ, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, এলজিইডি প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনো আক্তার, উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগন, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।