স্টাফ রিপোর্টার
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তনের মামলায় গাছ খেকো কামাল সরকার (৪০) ও আরিফ মিয়াকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী আমলী আদালতের বিচারক কাফী আল আজাদ এ আদেশ দেন।
কামাল সরকার উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তিনড়াইল গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে এবং আরিফ সরকার একই গ্রামের আব্দুল কাফী প্রধানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ জানান, নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধভাবে রাতের আঁধারে রাস্তার গাছ কাটার মামলায় ওই দুই আসামি আজ দুপুরে আদালতে হাজির হয়ে যাবেন আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২ ফেব্রুযারি কামাল, আরিফ ও পার আমলাগাছী গ্রামের আব্দু কদ্দুস আকন্দের ছেলে পাপুল আকন্দের নামে পলাশবাড়ী থানায় মামলা করেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার।
তিনি মামলায় উল্লেখ করেন, বেতকাপা ইউনিয়নের ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামে সড়কের দুই ধারে রোপিত ইউক্যালিপটাস গাছ প্রতি রাতে কর্তন করে বিক্রি করে আসছিলেন অভিযুক্তরা। এভাবে কোনরুপ নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই গাছ খেকো চক্রটি সড়কের দুই শতাধিক গাছ কর্তন করে বিক্রি করেন। যাহার মূল্য প্রায় ২০ লাখ টাকা।