মোঃ রফিকুল ইসলাম রাফিক,
গাইবান্ধা প্রতিনিধি
পলাশবাড়ীতে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩রা নভেম্বর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ করে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।
উপজেলা আ.লীগ সভাপতি উপাধ্যক্ষ মো. শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আ.লীগ সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, উপজেলা কৃষক লীগ সভাপতি মহাব্বত জান চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা আ.লীগ নেতা ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি সাবিনা ইয়েসমিন ঝুনু, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর বাংলাদেশকে পুরোপুরিভাবে মেধাশুন্য করতে স্বাধীনতা বিরোধী চক্ররা ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল।
বক্তারা আরও বলেন, ৭৫ এর পরাজিত শক্তিরা আবার একত্রিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে আহবান জানানো হয়।
আলোচনা সভার আগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।