সরকার জামাল
মিরপুর পল্লবী থানাধীন ২০১৫ সাল থেকে ফ্লাট কিনে বসবাস করা অবস্থায় গত দুই বছর ধরে হয়রানির শিকার ফ্লাট মালিক মোঃ রাজা আজ পথের ফকির। মিরপুর সেকশন ১১নং, ব্লক-সি, রোড নং ১১, লাইন ৫, বাসা-১৩ এর ফ্লাট মালিক মোঃ রাজা(৪৩)-কে হুমকি দিয়ে জোর পূর্বক বের করে দেয় বাড়ির মালিক মোঃ নিজাম খান।
মোঃ রাজা মিয়ার ফ্লাটের ৬ মাস আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং তারই সাথে সাথে গ্যাস পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বাড়ির পূর্বের মালিকপক্ষ। এছাড়াও বিভিন্নভাবে প্রতারণা শিকার হয়ে আজ সব হারিয়ে পথে বসেছে মোঃ রাজা। গ্যাস কারেন্ট না থাকায় ফ্লাটের ভিতরে মাল ছামানা রেখে রাজা তার ফ্ল্যাটটি তালা দিয়ে অন্য স্থানে থাকেন
সূত্রে জানা যায় যে শুধু রাজাই নয় ওই অ্যাপার্টমেন্টে আরো একাধিক ফ্লাট মালিক কেও এরকম অত্যাচার এবং প্রতারণার ফাঁদে পড়তে হয়েছে। ভুক্তভোগী রাজা সহ আরো অনেকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর কাছে বিষয়টি অবগত করেন, বিষয়টি শুনে কাউন্সিলর সাহেব বাড়ির মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে তার ফ্লাট বুঝিয়ে দিতে বলেন তবুও বাড়ির মালিক মোঃ রাজা কে ফ্ল্যাট বুঝিয়ে না দেয়ার কারণে মোঃ রাজা কোটে মামলা দায়ের করেন, মামলা করার পর বাড়ির মালিক মোঃ রাজা কে বিভিন্ন হুমকি ধামকি দেয় এবং বাড়িতে ঢুকতে না দিয়ে বরং তাহার উপর আক্রমণ চালায় এবং তাহার কাছ থেকে নগদ অর্থ মোবাইল এবং তাহাকে মারধর করে গুরুতর আহত করেন। মোঃ রাজা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এই বিষয়ে ভুক্তভোগী রাজা সাক্ষাৎকারে সাংবাদিকদেরকে জানান যে তিনি আজ নিরুপায়।
গত ০৯/০৩/২০২৪ ইং তারিখ রাজার মালামাল লুট করে শুনে পাট মালিক নিজের ফ্ল্যাটের সামনে যেতে না যেতেই (১) নিজাম খান (২) চাঁদনী (৩) গুড়িয়া বেগম (৪) ইমরান (৫) ডাবলু (৬) এরফান (৭) আসলাম সহ ব্ল্যাক মালিক রাজা কে মারধর করেন এবং মালামাল চুরি করেন
এবিষয়টি নিয়ে পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাসীস ঘটনার সত্যতা পেয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে। এদিকে রাজা জানান যে আমার এ বিষয়ে কোন মামলা নেয়নি আমার একটি সাধারণ ডায়েরি নিয়েছেন। বক্তব্য কি রাজা আরও জানান যে প্রতারক চক্র ও নির্যাতনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা এবং সাধারণ ডায়েরি থাকাতেও পুলিশ কেন নীরব হয়ে আছে।
ভূক্তভোগী রাজা প্রশাসনের উর্ধতম কর্মকর্তার কাছে ওই বাড়ির মালিক নিজাম খান ও তার সহযতযোগীদের উপযুক্ত বিচারের দাবি করেন এবং তাহার ফ্ল্যাট ফিরে পেতে চান।