পহেলা মে
শাহজালাল সুজন
মন হরষে মে দিবসে
পালন করে দেশ,
উন্নয়ন হয় দেশে সুখ বয়
দূর করো সব রেষ।
শ্রমিক যারা লড়ে তাঁরা
অর্থনীতির জন্য,
শ্রমিক চলে সদলবলে
কর্মে তাঁরা ধন্য।
শ্রমিক হেসে ভালোবেসে
দেশে রাখে মান,
প্রাপ্যটা দাও সম্মানটা নাও
গাও শ্রমিকের শান।
উন্নয়নশীল কত সু-শীল
শ্রমিকের দাম বুঝে,
নিজের জন্যে হয়ে হন্যে
ঠকায় শ্রমিক রোজে।
ধনী লোকে থাকে সুখে
অট্টালিকার পর,
শ্রমিক কাঁদে পড়ে খাদে
দিনাতিপাত ঘর।