
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
পাকুন্দিয়া অবৈধ ভাবে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উওোলনের দায় জিসান কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত জিসান মিয়া নামে ৬০,০০০ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বাঁধের নিচ থেকে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ), ৪(গ) ও ৪(ছ) ধারার অপরাধে একই আইনের ১৫(১) ধারা মোতাবেক মোঃ জিসান মিয়া, গ্রাম : দক্ষিণ চরটেকি, ৬০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন রোধে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ।
উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন ও পরিবেশগত ক্ষতির শঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসন আরও কঠোর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।