মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আমরা ঘাগড়া বাসি একতাবদ্ধ গ্রুপের উদ্যোগে আয়োজিত হয় কোরআন তেলাওয়াত ও হাফেজ সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঘাগড়া গ্রামের সকল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল গ্রামের নবীন ছাত্র-ছাত্রীদের দ্বীনি ও কোরআন শিক্ষার প্রতি আকৃষ্ট করা এবং নতুন হাফেজদের সংবর্ধনা দেওয়া। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল ঘাগড়া গ্রামের দশটি ফোরকানিয়া মাদ্রাসা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সুমন মিয়া, সাংবাদিক।
সভাপতিত্ব করেন, হযরত মাওলানা শিব্বির আহমেদ সুবহানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল আলম শাহীন, খুরশিদ আলম, পাকুন্দিয়া থানার এসআই জামিল।
উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ জাকির হোসেন মিলন সহ আরো অনেকেই।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, আলহাজ্ব হযরত মাওলানা আক্তার হোসেন, হযরত মাওলানা জহিরুল ইসলাম আব্দুল্লাহ, হযরত মাওলানা শাহ মুফতি মকবুল হোসেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমেদ। উক্ত অনুষ্ঠানটি সফল করতে যারা নিবেদিত ছিলেন, মোঃ সুমন, কাওছার, তামজিদ, প্রবাসি সুমন, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক হাসান মুক্তার, নজরুল ইসলাম।
উক্ত গ্রুপের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রায়হান, মাওঃ আঃরহমান, মস্তুফা কামাল, রফিক আহমেদ সোবহানী, ইছব আলী মেম্বার, মুন্সি এখলাছ উদ্দীন সহ আরও অনেকেই। উক্ত গ্রুপের সদস্যরা আশ্বস্ত করেন, ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য এ সংগঠন কাজ করে যাবে।