
বিশেষ প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঝাটকা ইলিশ ধরা এবং বিক্রি করার উপর প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করে।সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করে কতিপয় অসাধু ব্যবসায়ী এবং জেলেরা নিষিদ্ধ জাটকা ইলিশ ধরা এবং বাজারজাতকারীদের গ্রেপ্তারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পুলিশ সারাদেশে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
অভিযানের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ মেজবাহ উদ্দীন আহমেদ এর নেতৃত্বে নিষিদ্ধ জাটকা ইলিশ বাজারজাতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
২৪/০২/২০২৫ইং তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় পাগলা নৌ পুলিশ ফাঁড়ির জিডি নং ৪৬৭.তারিখ ২৪/০২/২০২৫ইং মূলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ বিপিএম (বার)পিপিএম ও সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন এবং ফোর্সসহ পাগলা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৩২৫ কেজি নিষিদ্ধ ঝাটকা ইলিশ মাছ উদ্ধার করে।
উদ্ধারকৃত ঝাটকা ইলিশ মাছ গুলো উপস্থিত সাক্ষী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা এবং গরিব দুস্হ্যদের মাঝে বিলি করা হয়। জব্দকৃত নিষিদ্ধ ৩২৫ কেজি জাটকা ইলিশের বাজার মূল্য আনুমানিক (৩২৫×৬০০)=১.৯৫.০০০/=(এক লক্ষ পঁচানব্বই হাজার) টাকা।
এই সময় অভিযানের নেতৃত্বদানকারী পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার সময় জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। কারণ আজকের জাটকা ইলিশ আগামী দিনে বড় ইলিশে রূপান্তরিত হবে তখন লাভ হবে দেশের জনগণের।
পাগলা নৌ পুলিশ পাড়ি পরিদর্শক মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ আরও বলেন এই অঞ্চলে যে বা যাহারা নিষিদ্ধ জাটকা ইলিশ ধরা এবং বিক্রির সাথে জড়িত থাকবেন তাদেরকে আইনের হাতে নিয়ে আসবো ইনশাল্লাহ।