এস এম আলমগীর চাঁদ,
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার এক সময়ের ঐতিহ্যবাহী ইছামতি নদী যা এখন দখল- দূষণে মৃতপ্রায়,সেই ইছামতি নদীর দু’পারের অবৈধ দখলদার উচ্ছেদ ও সঠিকভাবে খনন করার দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিতে হবে। সেনাবাহিনীর মাধ্যমে ঢাকার হাতিঝিলের আদলে ইছামতি নদী খনন করে পাবনাকে একটি নান্দনিক শহরে পরিণত করতে হবে। “বিশ্ব নদী দিবস” উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) পাবনা জেলা শাখার আয়োজনে ২৪ সেপ্টেম্বর ইছামতি নদীর পাড়ে( পূরাণ ব্রীজ সংলগ্ন) মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন,ঠিকাদারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড এ কাজ করলে শতকরা ৮০ পার্সেন্ট টাকা হরিলুট হবে আর সেনাবাহিনীর মাধ্যমে ইছামতি প্রকল্প বাস্তবায়ন করলে পাবনাবাসী পূর্বের ইছমতি নদী ফিরে পাবে। তাতে পাবনা পরিণত হবে একটি নান্দনিক ও সমৃদ্ধ শহরে। তারা বলেন,একটি স্বার্থান্বেষী মহল নদীটিকে ঠিকাদারের মাধ্যমে খনন করার জন্য নানামহলে চেষ্টা তদবির করছে,এসব তদবিরকারীরা পাবনার কল্যাণ চায় না। চেটেপুটে,সরকারি টাকা হরিলুট করে পকেটস্হ করাই এসব ধান্দাবাজদের মূল লক্ষ্য।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাসুম দিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু প্রমুখ।