পাবনা প্রতিনিধিঃ
পাবনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ২ জন নিহত হয়েছে । আহত হয়েছে আরও ২ জন ।
বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর ) বেলা এগারটার দিকে উপজেলার পাবনা ঈশ্বরদী মহাসরকের টেবুনিযা কৃষি ফার্মের সম্মুখে এ ঘটনা ঘটে । নিহতরা হলেন রিফাত আল সিফাত(২১) । সে সুজানগর উপজেলার রামচন্দ্র পুর এলাকার কামরুজ্জামানের ছেলে। এবং অপরজন হলেন চাটমোহর উপজেলার মজনু মাস্টারের ছেলে রুম্মান (২০)।
নিহত সিফাত চলতি বছরের বিশ্ববিদ্যালয ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্হান লাভ করেছিল।
পাকশী থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজি চালিত অটোরিকশায করে তিন জন ঈশ্বরদী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাব্বী পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজন কে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।