পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় শোবার ঘর থেকে হাসিনুর রহমান হাসু (৫৩) নামের এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বিকেল সাড়ে চারটায় উপজেলার চৌবাড়ীয়া হারোপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুস সোবহান সরদারের ছেলে। তিনি পৌরসভার শরৎনগর বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।তাঁর চারটি সন্তান রয়েছে।
পুলিশ বলছে, নিহতের মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী ফিরোজা খাতুন মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাকে নিয়ে ঢাকায় থাকেন দুই ছেলে। দ্বিতীয় স্ত্রী সাজেদা খাতুন ও ছোট মেয়েটাকে নিয়ে বাড়িতেই থাকতেন ব্যবসায়ী হাসু। কিন্তু দাম্পত্য জীবনে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো।এক পর্যায়ে গত ২০ জুলাই দু’জনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।এরপর থেকে বাড়িতে একাই থাকতেন তিনি।গত মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফিরে শোবার ঘরে ঘুমিয়ে পড়েন হাসু।পরদিন বুধবার তাঁর কোন সাড়া শব্দ না পেয়ে দুপুরে হাসুর বড়বোন তাঁর বাড়ি এসে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে ঘরের ভেতরে ঢুকে তিনি দেখেন মেঝেতে হাসুর ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। পরে ঘটনাটি থানা-পুলিশকে জানালে,পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন,লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।