
পাবনা প্রতিনিধি: পাবনা জেলার গোয়েন্দা শাখার পৃথক অভিযানে পাবনায় ২ জন মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সীর নির্দেশনায পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি (ডিবি) মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১২ ঘটিকার সময় ডিবি পুলিশের এস আই (নিরস্ত্র) সাগর কুমার সাহা এবং সঙ্গীয ফোর্স সহ জেলার সদর থানাধীন মহেন্দ্র পুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ কামরুল হাসান (৩০), পিতা আমোদ আলী, গ্রাম দোপমাজগ্রাম, সাঁথিয়া, পাবনা এর নিকট হইতে ৫০০ পিছ ইযাবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অপর একটি দল রাত আনুমানিক ১২.৩০ এর দিকে এস আই জহুরুল ইসলাম ওসি শামীম সরকার (নিরস্ত্র) সঙ্গীয ফোর্সসহ সদর থানাধীন জেবির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একটি ইজিবাইক থেকে নেমে পালানোর সময় অপর মাদক ব্যবসায়ী মোছাঃ আফরোজা (৪০) স্বামী কোবাদ আলী, সাং টেবুনিযা, পাবনা সদর এর নিকট হইতে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ধারায় মামলা রুজু করা হয়েছে।
 
																			 মুক্তির লড়াই ডেস্ক :
																মুক্তির লড়াই ডেস্ক :								 

















