পাল্কী
সেন্টু রঞ্জন চক্রবর্তী
পাল্কী পাল্কী
কাঁধে খায় দোল কি?
লাল শাড়ী পরনে
ছিমছিমে গরণে
ভিতরে দেখা যায়
অপরূপের ফুলকি।
বেয়ারারা হেটে যায়
বাহারি জামা গায়,
পিছে পিছে ছুটে চলে
বিড়বিড় কথা বলে
ফেলে আসা অতীতের
কথা মনে পরে যায়।
কতোকিছু গেছে ভেসে
ইতিহাসের অতলে,
স্মৃতিময় জীবনের
জড়াজীর্ণ চাতালে
মনে পরে সবকিছু
মাঝ রাতে হাতরাই
আহারে পাল্কী
চেয়ে দেখি সেটিও নাই।
গাড়ি এসে কেড়ে নিলো
আমাদের পাল্কী,
মাঝে মাঝে মনে হয়
এলো বাজে কাল কি?
মানুষের কপালে
কতকিছু লেখারে
সাধ্য আছে কার
বুঝে কোন প্রকারে।
(আগরতলা ১২/০৬/২০২৪)