ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘সোনার সংসার’ শুধু একটি নাটক নয়— এটি এক আয়না Logo পায়েল বিশ্বাস এর কবিতা Logo পবায় প্রসবের পর মায়ের মৃত্যু, সন্তানের দায়িত্ব নিলেন চেয়ারম্যান Logo গাইবান্ধায় অনলাইন ক্যাসিনোর বিষাক্ত থাবা: ঋণে ডুবে পরিবার ছাড়ছে মানুষ Logo শিক্ষিকাকে শ্লীলতাহানি ও দাঁত ভাঙার ঘটনায় মানববন্ধন Logo ময়মনসিংহ -শেরপুর সীমান্তে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ Logo গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড Logo চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই; দুই থানায় ধাক্কা-ধাক্কি Logo প্রতিহিংসা নয় প্রতিযোগিতা, রাজনীতি হোক ঐক্য ভিত্তিক Logo ডানপন্থী উসকানির বিরুদ্ধে তদন্ত দাবি বেইজিংয়ের

পায়েল বিশ্বাস এর কবিতা

বসিয়া আপন দ্বারে
ভালো মন্দ বলো তারে
যাহা ইচ্ছা তাই ।
আনন্দ জনম মাঝে
গেছে সে অনন্ত কাছে
সে আর সে নাই ।

আর পরিচিত মুখে
তোমাদের দুখে সুখে
আসিবে না ফিরে ।
যে গেছে সে চলে যাক
বিস্মৃতির তীরে ।

রহিল যে স্মৃতি–ভারে,
চুপে চুপে কাঁদে আঁধারে
অশ্রুরই চাই ।
নিভিয়া যাওয়া আলো
ফিরে কি আসে ভালো?
না—ফিরে দেয় নাই ।

যাহা ছিল স্নেহ–মায়া,
মিশি গেছে ধূলি–ছায়া,
রহিবে না ধীরে ।
হৃদয়ের নিঃশেষ ক্ষণে
ফিসফিস করে গোপনে—
ডাকিবে না ফিরে ।

ফিরে চাহিয়া পথে,
রহিল শুধু শূন্য রথে
গল্প বলার নাই।
তবু স্মৃতির অলিন্দে,
ভাসে তার চোখের ছন্দে
নিভে যাওয়া তাই।

যাহা ছিল প্রাণ–হাসি,
রইল শুধু ব্যথারাশি
নিঃশেষ আঁধারে।
মন যদি ডাকে তাকে,
ফিরে তো আসে না দেখে
হারায় অগোচরে।

যে ছিল আপন দৃগ,
সেই তো হলো আজ নির্গ
দূর অচেনা ছায়।
রেখে যাওয়া কোমল স্বর,
জাগে শুধু ব্যথার পর
ফিরিবার নয়।

রহিতে দাও শান্ত–স্থলে,
মলিন দিনের মেঘ–তলে
চিরনিদ্রায় পড়ে।
যে গেছে সে আজ দূরে,
রবে শুধু হৃদয়–সুরে
ঝরিবে না ঝড়ে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোনার সংসার’ শুধু একটি নাটক নয়— এটি এক আয়না

SBN

SBN

পায়েল বিশ্বাস এর কবিতা

আপডেট সময় ০৬:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

বসিয়া আপন দ্বারে
ভালো মন্দ বলো তারে
যাহা ইচ্ছা তাই ।
আনন্দ জনম মাঝে
গেছে সে অনন্ত কাছে
সে আর সে নাই ।

আর পরিচিত মুখে
তোমাদের দুখে সুখে
আসিবে না ফিরে ।
যে গেছে সে চলে যাক
বিস্মৃতির তীরে ।

রহিল যে স্মৃতি–ভারে,
চুপে চুপে কাঁদে আঁধারে
অশ্রুরই চাই ।
নিভিয়া যাওয়া আলো
ফিরে কি আসে ভালো?
না—ফিরে দেয় নাই ।

যাহা ছিল স্নেহ–মায়া,
মিশি গেছে ধূলি–ছায়া,
রহিবে না ধীরে ।
হৃদয়ের নিঃশেষ ক্ষণে
ফিসফিস করে গোপনে—
ডাকিবে না ফিরে ।

ফিরে চাহিয়া পথে,
রহিল শুধু শূন্য রথে
গল্প বলার নাই।
তবু স্মৃতির অলিন্দে,
ভাসে তার চোখের ছন্দে
নিভে যাওয়া তাই।

যাহা ছিল প্রাণ–হাসি,
রইল শুধু ব্যথারাশি
নিঃশেষ আঁধারে।
মন যদি ডাকে তাকে,
ফিরে তো আসে না দেখে
হারায় অগোচরে।

যে ছিল আপন দৃগ,
সেই তো হলো আজ নির্গ
দূর অচেনা ছায়।
রেখে যাওয়া কোমল স্বর,
জাগে শুধু ব্যথার পর
ফিরিবার নয়।

রহিতে দাও শান্ত–স্থলে,
মলিন দিনের মেঘ–তলে
চিরনিদ্রায় পড়ে।
যে গেছে সে আজ দূরে,
রবে শুধু হৃদয়–সুরে
ঝরিবে না ঝড়ে।