
বসিয়া আপন দ্বারে
ভালো মন্দ বলো তারে
যাহা ইচ্ছা তাই ।
আনন্দ জনম মাঝে
গেছে সে অনন্ত কাছে
সে আর সে নাই ।
আর পরিচিত মুখে
তোমাদের দুখে সুখে
আসিবে না ফিরে ।
যে গেছে সে চলে যাক
বিস্মৃতির তীরে ।
রহিল যে স্মৃতি–ভারে,
চুপে চুপে কাঁদে আঁধারে
অশ্রুরই চাই ।
নিভিয়া যাওয়া আলো
ফিরে কি আসে ভালো?
না—ফিরে দেয় নাই ।
যাহা ছিল স্নেহ–মায়া,
মিশি গেছে ধূলি–ছায়া,
রহিবে না ধীরে ।
হৃদয়ের নিঃশেষ ক্ষণে
ফিসফিস করে গোপনে—
ডাকিবে না ফিরে ।
ফিরে চাহিয়া পথে,
রহিল শুধু শূন্য রথে
গল্প বলার নাই।
তবু স্মৃতির অলিন্দে,
ভাসে তার চোখের ছন্দে
নিভে যাওয়া তাই।
যাহা ছিল প্রাণ–হাসি,
রইল শুধু ব্যথারাশি
নিঃশেষ আঁধারে।
মন যদি ডাকে তাকে,
ফিরে তো আসে না দেখে
হারায় অগোচরে।
যে ছিল আপন দৃগ,
সেই তো হলো আজ নির্গ
দূর অচেনা ছায়।
রেখে যাওয়া কোমল স্বর,
জাগে শুধু ব্যথার পর
ফিরিবার নয়।
রহিতে দাও শান্ত–স্থলে,
মলিন দিনের মেঘ–তলে
চিরনিদ্রায় পড়ে।
যে গেছে সে আজ দূরে,
রবে শুধু হৃদয়–সুরে
ঝরিবে না ঝড়ে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























