ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পুতুল পূজা

সেন্টু রঞ্জন চক্রবর্তী

যে শিশুটি পায়না খাবার অনাদরে
উপুষ যারে নিত্য কাঁদায় দিবারাতে,
পুতুল দেখে করছো পূজা কেমন করে
দেবতারে দিচ্ছ খাবার নিজের হাতে।

দেবতারা পারেনা খেতে সবাই জানে
সেই ক্ষমতা থাকতো যদি মানা যেতো,
অপচয় করছে সবাই জেনেশুনে
দেবতার কি সে শক্তি আছে জড় সেতো।

লজ্জা লাগে দেখে এমন পুতুল খেলা
বিবেক বুদ্ধি সব ডুবিয়ে রসাতলে,
এ যেনোরে অন্ধজনের মাতাল মেলা
পুতুল নিয়ে বুড়ো শিশু সবাই খেলে।

উপুষ শিশুর মুখে যদি খাবার দেবে
তার সেবাতেই মত্ত থাকো স্বর্গ পাবে।

(আগরতলা ১৪/১০/২৩)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতুল পূজা

আপডেট সময় ১০:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

সেন্টু রঞ্জন চক্রবর্তী

যে শিশুটি পায়না খাবার অনাদরে
উপুষ যারে নিত্য কাঁদায় দিবারাতে,
পুতুল দেখে করছো পূজা কেমন করে
দেবতারে দিচ্ছ খাবার নিজের হাতে।

দেবতারা পারেনা খেতে সবাই জানে
সেই ক্ষমতা থাকতো যদি মানা যেতো,
অপচয় করছে সবাই জেনেশুনে
দেবতার কি সে শক্তি আছে জড় সেতো।

লজ্জা লাগে দেখে এমন পুতুল খেলা
বিবেক বুদ্ধি সব ডুবিয়ে রসাতলে,
এ যেনোরে অন্ধজনের মাতাল মেলা
পুতুল নিয়ে বুড়ো শিশু সবাই খেলে।

উপুষ শিশুর মুখে যদি খাবার দেবে
তার সেবাতেই মত্ত থাকো স্বর্গ পাবে।

(আগরতলা ১৪/১০/২৩)