ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার : চাচা চাচী আটক Logo সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোরে নষ্ট আড়াই কোটি টাকার ওষুধ Logo দুই ছাত্রীকে অপহরণ,নির্যাতন ও ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন Logo ব্রাহ্মণপাড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার Logo রূপসায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন Logo কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক Logo বিএসসি শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাবি শিক্ষকদের সংবাদ সম্মেলন Logo বেইজিংয়ে ফ্যাসিবাদ-বিরোধী বিজয়ের ৮০তম বার্ষিকীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান Logo ন্যায়, শান্তি ও বিজয়ের বার্তা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo কুচকাওয়াজ ও যুদ্ধবিমানের শট দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে সিএমজি’র অনুষ্ঠান

পুন্ডিবাড়ীতে ৫০-ক্রিকেট বল এসোসিয়েশন অফ ওয়েস্টবেঙ্গলের ঐতিহাসিক টুর্নামেন্ট অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গ সংবাদদাতা

পশ্চিমবঙ্গের পুন্ডিবাড়ীতে ‌৫০-ক্রিকেট বলের পশ্চিমবঙ্গের সেক্রেটারি প্রিয়াংকা নিয়োগীর উদ্যোগে গত ২৬ শে মার্চ মঙ্গলবার পুন্ডিবাড়ীর নতুন পাড়ায় অনুষ্ঠিত হলো প্রথম অনুষ্ঠান। এক দিবসিয় এই আন্ডার ১৯ ৫০-ক্রিকেট বল এসোসিয়েশনের উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জারস ও তেতুলতলা সুপার চ্যালেন্জারস।

পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জারসের ক্যাপ্টেইন ছিলেন দিপঙ্কর সরকার এবং তেঁতুলিয়া সুপার চ্যালেন্জারসের ক্যাপ্টেইন ছিলেন হাফিজুল মিয়া।দুটি দলেই এগারোজন এগারোজন মোট বাইশজন অংশগ্রহণ করে। এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন – শ্রদ্ধেয় শিশির কুমার নিয়োগী মহাশয় – কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্স এসোসিয়েশনের ফুটবল বিভাগে দায়িত্বশীল,শ্রদ্ধেয় সুব্রত সাহা মহাশয় – পুন্ডিবাড়ী তৃণমূল কংগ্রেসের অ‌‍‍ন্চল সভাপতি, শ্রদ্ধেয়া শেফালী রায় মহাশয়া – পুন্ডিবাড়ী অন্চল মহিলা প্রধানসহ আরও অন্যান্যরা।

টচে জিতে তেঁতুলিয়া সুপার চ্যালেন্জার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জারসের খেলোয়াড়রা হলেন, দীপঙ্কর সূত্রধর, বিশ্বজিৎ সাহা, প্রিতম সূত্রধর, কৌশিক ধর, রনি দাস, আকাশ দাস, সন্দীপ খান সরকার, কানাই সূত্রধর, তমাল ঘোষ, সায়ম রয়, মিহির সরকার।

অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন:
নন্দু খান সরকার, সুভম দাশ, ভকেট মিয়া, কৌশিক সরকার।

তেঁতুলিয়া সুপার চ্যালেন্জারসের খেলায়াড়রা হলেন, হাফিজুল মিয়া, রাজীব খান, রাহুল খান সরকার, অসিত হোসেন, হাবিব রহমান, অনুপ বর্মন, জিয়ারুল‌ হক, কৌশিক রয়, শৌভিক বর্মন, দেবা বর্মন, রোহিত বর্মন।

অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন –
রাজীব রয়, রিক দাস, নাজমুল হোসেন।

আম্পিয়ার হিসেবে ছিলেন দ্বীপ সাহা ও শুভম দাস।

পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জারস ব্যাটিংয়ে নেমে ৫০ বলে ৬৩ রান করে।তেঁতুলিয়া সুপার চ্যালেন্জারসের কাছে জেতার জন্য ৬৪ রান দরকার। তেঁতুলিয়া সুপার চ্যালেন্জারসের কৌশিক রায় এবং শৌভিক দাশ ওপেনিং করেন।কিন্তু এই দল ৫০ বলে শুধু মাত্র ৫০ রান করে।পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জার্স 1st Under 19 Village 50-Cricket Ball Tournament 2024 এর বিজয়ী হয়।বিজয়ী দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন পশ্চিমবঙ্গ ৫০-ক্রিকেট বল এসোসিয়েশনের সেক্রেটারি প্রিয়াংকা নিয়োগী।এই ৫০-ক্রিকেট বল এসোসিয়েশনের ফাউন্ডার এবং সেক্রেটারি হলেন ইশান জেইন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার : চাচা চাচী আটক

SBN

SBN

পুন্ডিবাড়ীতে ৫০-ক্রিকেট বল এসোসিয়েশন অফ ওয়েস্টবেঙ্গলের ঐতিহাসিক টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

পশ্চিমবঙ্গ সংবাদদাতা

পশ্চিমবঙ্গের পুন্ডিবাড়ীতে ‌৫০-ক্রিকেট বলের পশ্চিমবঙ্গের সেক্রেটারি প্রিয়াংকা নিয়োগীর উদ্যোগে গত ২৬ শে মার্চ মঙ্গলবার পুন্ডিবাড়ীর নতুন পাড়ায় অনুষ্ঠিত হলো প্রথম অনুষ্ঠান। এক দিবসিয় এই আন্ডার ১৯ ৫০-ক্রিকেট বল এসোসিয়েশনের উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জারস ও তেতুলতলা সুপার চ্যালেন্জারস।

পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জারসের ক্যাপ্টেইন ছিলেন দিপঙ্কর সরকার এবং তেঁতুলিয়া সুপার চ্যালেন্জারসের ক্যাপ্টেইন ছিলেন হাফিজুল মিয়া।দুটি দলেই এগারোজন এগারোজন মোট বাইশজন অংশগ্রহণ করে। এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন – শ্রদ্ধেয় শিশির কুমার নিয়োগী মহাশয় – কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্স এসোসিয়েশনের ফুটবল বিভাগে দায়িত্বশীল,শ্রদ্ধেয় সুব্রত সাহা মহাশয় – পুন্ডিবাড়ী তৃণমূল কংগ্রেসের অ‌‍‍ন্চল সভাপতি, শ্রদ্ধেয়া শেফালী রায় মহাশয়া – পুন্ডিবাড়ী অন্চল মহিলা প্রধানসহ আরও অন্যান্যরা।

টচে জিতে তেঁতুলিয়া সুপার চ্যালেন্জার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জারসের খেলোয়াড়রা হলেন, দীপঙ্কর সূত্রধর, বিশ্বজিৎ সাহা, প্রিতম সূত্রধর, কৌশিক ধর, রনি দাস, আকাশ দাস, সন্দীপ খান সরকার, কানাই সূত্রধর, তমাল ঘোষ, সায়ম রয়, মিহির সরকার।

অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন:
নন্দু খান সরকার, সুভম দাশ, ভকেট মিয়া, কৌশিক সরকার।

তেঁতুলিয়া সুপার চ্যালেন্জারসের খেলায়াড়রা হলেন, হাফিজুল মিয়া, রাজীব খান, রাহুল খান সরকার, অসিত হোসেন, হাবিব রহমান, অনুপ বর্মন, জিয়ারুল‌ হক, কৌশিক রয়, শৌভিক বর্মন, দেবা বর্মন, রোহিত বর্মন।

অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন –
রাজীব রয়, রিক দাস, নাজমুল হোসেন।

আম্পিয়ার হিসেবে ছিলেন দ্বীপ সাহা ও শুভম দাস।

পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জারস ব্যাটিংয়ে নেমে ৫০ বলে ৬৩ রান করে।তেঁতুলিয়া সুপার চ্যালেন্জারসের কাছে জেতার জন্য ৬৪ রান দরকার। তেঁতুলিয়া সুপার চ্যালেন্জারসের কৌশিক রায় এবং শৌভিক দাশ ওপেনিং করেন।কিন্তু এই দল ৫০ বলে শুধু মাত্র ৫০ রান করে।পুন্ডিবাড়ী রয়েল চ্যালেন্জার্স 1st Under 19 Village 50-Cricket Ball Tournament 2024 এর বিজয়ী হয়।বিজয়ী দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন পশ্চিমবঙ্গ ৫০-ক্রিকেট বল এসোসিয়েশনের সেক্রেটারি প্রিয়াংকা নিয়োগী।এই ৫০-ক্রিকেট বল এসোসিয়েশনের ফাউন্ডার এবং সেক্রেটারি হলেন ইশান জেইন।