চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি’র বসন্ত উৎসব গালার প্রচারণামূলক অনুষ্ঠান ‘ফ্রান্স এক্সক্লুসিভ’ গত শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। সিএমজি’র প্রধান শেন হাইসিয়ং এতে ভিডিও ভাষণ দেন। বিভিন্ন মহলের প্রায় দু’শ বন্ধুপ্রতীম ব্যক্তি এতে অংশ নেন।
শেন হাইসিয়ং বলেন, বর্তমানে সারা বিশ্ব বসন্ত উৎসব সম্পর্কে অবগত এবং একে ভালোবাসে। পৃথিবীর এক পঞ্চামাংশ মানুষ ভিন্ন রূপে তা উদযাপন করেন। বসন্ত উৎসব শুধু জাতিসংঘ দিবস নয়, গত বছর এটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সিএমজি’র বসন্ত উৎসব গালা ধারাবাহিক ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এবং বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি দর্শকের দেখা নববর্ষের সাংস্কৃতিক ও শৈল্পিক টিভি অনুষ্ঠানে পরিণত হয়েছে। বসন্ত উৎসব অবৈষয়িক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর প্রথম সিএমজি বসন্ত উৎসব গালা হিসেবে চলতি বছর পুরোপুরিভাবে ৮২টি ভাষায় প্রচার সুবিধা কাজে লাগিয়ে, ‘৫জি+৪কে/৮কে+এআই’ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সাফল্য ব্যবহার করে, দেশি-বিদেশি দর্শকদের জন্য ‘সুখী, শুভ ও আনন্দময়’ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেবে।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।