পেখম
প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার, ভারত
সময়ের দোলাচলে নিজেকে নিরবে রেখে,
সন্ধিক্ষণের বাহারি বিশ্লেষণে,
সোজা সাপ্টায় দিন গোণে,
তালপাতার দোদুল্যমান পরিস্থিতি,
পাওয়ায় থাকে অনেক বেশি কিছু।
গোপনে গোচর যাদের,
গোপন রবে তা তার মতো করে,
এসেছে ফাগুন,
মনের বিলাসিতার বাহারে,
নিয়েছে নিজ মনে,
এক অলীক আনন্দে,
পেখম মেলে ধরে,
সময়ের রঙে।