ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যা: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি Logo মায়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ১৫ জন পাচারকারী আটক Logo চাঁদপুরের মোহনপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ সদস্য আটক Logo সুন্দরবনে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ দুলাভাই বাহিনীর সদস্য আটক Logo বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত Logo টেকনাফে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক Logo সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার Logo কুয়াংতোং পরিদর্শনে সি চিন পিং : সংস্কার ও উন্মুক্তকরণে নতুন গতি আনতে হবে Logo চীন-জর্জিয়া কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী হচ্ছে : জর্জিয়ার প্রধানমন্ত্রী Logo কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী

প্রজাতন্ত্র- কর্মচারী

xr:d:DAGCJ1WEKAU:28,j:3831862331601586714,t:24041513

মোঃ মতিউল মাওলা

“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ব’লেছিলেন “ওদের ট্যাক্সের টাকায় আপনি ডাক্তার সাব, ইন্জিনিয়ার সাব, ডিসি সাব, এসপি সব, সব সাব- ওরাই মানুষ, ওদের সন্মান দিয়ে কথা বলেন”। প্রজাতন্ত্রের মালিক জনগণ, যাদের ঘাম ঝরানো রক্ত পানি করা অর্থে আপনার আমার শিক্ষা চাকুরী কুর্শি বেতন গাড়ী বাড়ী আরাম আয়েশ, তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকুন।

কর্মস্হলে কৃষক ও সাধারন মানুষের সাথে ভাল ব্যবহার করুন, সম্মান দিতে শিখুন, তবেই সম্মানের সাথে দ্বায়িত্ব পালন ক’রতে পারবেন।আপনিও তাঁদের মত কৃষকের সন্তান। কৃষি ও কৃষক আছে ব’লেই দুমুঠো খেয়ে বাঁচি, তাদের টাকায় আপনি সাহেব। তাঁরা কোন দপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীকে স্যার না ডেকে সন্তান তুল্য মনেক’রে বাবা-মা, ভাই-বোন ডাকেন তবে আর লঙ্কাকান্ড ক’রবেন না।

কর্মকর্তা হ’য়ে আপনার অহংকার বা দেমাকের পারদ আসমানে তুলবেন না। যুদ্ধ ক্ষেত্রে কঠিণ পরিস্হিতিতে সেনাধক্ষ্য যেমন মুহুর্তে দেশ প্রেমের সর্বচ্চো পরীক্ষায় অবতীর্ণ হন, দেশের জন্য জীবন বাজিরেখে লড়াই করেন, একইঞ্চি জায়গা ছেড়ে পিছু হটেননা। তাদের চেয়ে বেতন কম নেন না, তবে কেন দেশগড়ার যুদ্ধে অবতীর্ণ হবেন না?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবী- কর্মকর্তার কাছে সেবাগ্রহণ ক’রতে আসা সাধারণ নাগরিককে স্যার ব’লে সম্মোধন ক’রে ব’সতে ব’লতে হবে। তাদের সাথে কোন বাজে ব্যবহার তুচ্ছ-তাচ্ছিল্য ক’রলেই কর্মকর্তার শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্যক’রতে হবে। বদলী নয়, সাময়িক/ স্হায়ী ভাবে বরখাস্তের বিধান করতে হবে, যাঁরা ঘুষ-দুর্নীতির সাথে জড়িত, তাদের পরিচয় দুর্নীতিবাজ, দলের নয়। কঠিণ শাস্তির আওতায় এনে জেলে ঢুকাতে হবে। বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ উক্তিটার সফল বাস্তবায়ন দেখতে চাই!

মোঃ মতিউল মাওলা,
ডেপুটি ডাইরেক্টর,
জাতীয় মানবাধিকার সোসাইটি।

আপলোডকারীর তথ্য

বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যা: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি

SBN

SBN

প্রজাতন্ত্র- কর্মচারী

আপডেট সময় ০৭:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

মোঃ মতিউল মাওলা

“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ব’লেছিলেন “ওদের ট্যাক্সের টাকায় আপনি ডাক্তার সাব, ইন্জিনিয়ার সাব, ডিসি সাব, এসপি সব, সব সাব- ওরাই মানুষ, ওদের সন্মান দিয়ে কথা বলেন”। প্রজাতন্ত্রের মালিক জনগণ, যাদের ঘাম ঝরানো রক্ত পানি করা অর্থে আপনার আমার শিক্ষা চাকুরী কুর্শি বেতন গাড়ী বাড়ী আরাম আয়েশ, তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকুন।

কর্মস্হলে কৃষক ও সাধারন মানুষের সাথে ভাল ব্যবহার করুন, সম্মান দিতে শিখুন, তবেই সম্মানের সাথে দ্বায়িত্ব পালন ক’রতে পারবেন।আপনিও তাঁদের মত কৃষকের সন্তান। কৃষি ও কৃষক আছে ব’লেই দুমুঠো খেয়ে বাঁচি, তাদের টাকায় আপনি সাহেব। তাঁরা কোন দপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীকে স্যার না ডেকে সন্তান তুল্য মনেক’রে বাবা-মা, ভাই-বোন ডাকেন তবে আর লঙ্কাকান্ড ক’রবেন না।

কর্মকর্তা হ’য়ে আপনার অহংকার বা দেমাকের পারদ আসমানে তুলবেন না। যুদ্ধ ক্ষেত্রে কঠিণ পরিস্হিতিতে সেনাধক্ষ্য যেমন মুহুর্তে দেশ প্রেমের সর্বচ্চো পরীক্ষায় অবতীর্ণ হন, দেশের জন্য জীবন বাজিরেখে লড়াই করেন, একইঞ্চি জায়গা ছেড়ে পিছু হটেননা। তাদের চেয়ে বেতন কম নেন না, তবে কেন দেশগড়ার যুদ্ধে অবতীর্ণ হবেন না?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবী- কর্মকর্তার কাছে সেবাগ্রহণ ক’রতে আসা সাধারণ নাগরিককে স্যার ব’লে সম্মোধন ক’রে ব’সতে ব’লতে হবে। তাদের সাথে কোন বাজে ব্যবহার তুচ্ছ-তাচ্ছিল্য ক’রলেই কর্মকর্তার শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্যক’রতে হবে। বদলী নয়, সাময়িক/ স্হায়ী ভাবে বরখাস্তের বিধান করতে হবে, যাঁরা ঘুষ-দুর্নীতির সাথে জড়িত, তাদের পরিচয় দুর্নীতিবাজ, দলের নয়। কঠিণ শাস্তির আওতায় এনে জেলে ঢুকাতে হবে। বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ উক্তিটার সফল বাস্তবায়ন দেখতে চাই!

মোঃ মতিউল মাওলা,
ডেপুটি ডাইরেক্টর,
জাতীয় মানবাধিকার সোসাইটি।