
প্রভাত ফেরী করে কী লাভ
নজির মোড়ল
ফেব্রুয়ারীর একুশ এলেই
বাঙালী সব সেজে যাই,
প্রভাত ফেরী শেষ হলে ফের
বাংলা বলতে লজ্জা পাই!
দুই-একটা ইংরেজি শিখেই
ভাব যদি নেয় শিক্ষিত,
বাংলা ভাষার মান বুঝি আজ
হয়ে গেছে বিকৃত!
প্রভাত ফেরী করে কী লাভ?
বাংলা হলে মূল্যহীন,
রক্তের সাথে বেইমানী আজ
হয় না রে তা সমীচীন!
সরকারি প্রতিষ্ঠানের নাম
ইংলিশ যদি হয় বলো,
সালাম রফিক রক্ত দিয়ে
কতটুকু লাভ হলো.?
বিটিভির সব খেলা দেখার
ধারাভাষ্য ইংলিশ হয়?
রক্তে কেনা বাংলা ভাষার
এই বুঝি তার পরিচয়!