৯ই এপ্রিল চীন সংলাপের মাধ্যমে সকল ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক মতবিরোধ নিরসনের পক্ষে। জাতিসংঘ সংবিধানের নীতি ও উদ্দেশ্য এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিকে চীন বিভিন্ন ইস্যু মোকাবিলার ভিত্তি বলে বিশ্বাস করে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত মঙ্গলবার বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
ওয়াং ই বলেন, চীন বহুপক্ষবাদের পক্ষে এবং অশান্তি সৃষ্টিকারী ‘ছোট বৃত্ত’ তৈরির বিরুদ্ধে। বিশেষ করে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এশিয়ায় এ ধরনের অপতৎপরতার তীব্র বিরোধিতা করে চীন। এতদঞ্চলে ন্যাটোর অন্যায় হস্তক্ষেপ এবং অপতৎপরতা ব্যর্থ হতে বাধ্য।
তিনি আরও বলেন, ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি আশা করে চীন। একটি উপযুক্ত সময়ে এ ইস্যুতে একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানও জানায় চীন। এদিকে, চীন ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার অধিকারকে সমর্থন করে। চীন আরব ও ইহুদি জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায়।
ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন আবারও মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা এবং রাশিয়ার প্রতি সমবেদনা ও সমর্থন পুনর্ব্যক্ত করে। চীন আন্তর্জাতিক সন্ত্রাস দমনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং উন্নয়ন ও নিরাপত্তা ত্বরান্বিত করার প্রস্তাব করে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।