স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬ নং ওয়ার্ডের প্রান্থ কুঞ্জ পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ এর লাইভ ভিডিও করার সময় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার প্রান্থ কুঞ্জ পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের লাইভ করা সময় দৈনিক ‘মুক্তির লড়াই’র ঢাকা মহানগর প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন ইমনকে লাঞ্ছিত করে তার মোবাইল কেড়ে নেয় ময়লার ভাগাড়ে কর্মরত শ্রমিক রমজান। স্থানীয়রা জানায় এই রমজান ময়লার ভাগাড়ের সামান্য কর্মচারী হয়েও তার দাফটে ১৬ নং ওয়ার্ডের জনগণ অতিষ্ঠ।
মো :নাজমুল হোসেন ইমন বলেন, আমি লাইভ ভিডিও করার সময় রমজান এসে আমার মোবাইলটি কেড়ে নেয়।
এসময় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ও উপস্থিত ছিলেন।।
ভিডিও লিংক: https://fb.watch/lV5BGX4ylj/?mibextid=Nif5oz