
১. কবিতা: কালির আলো,
কালির আলো,
চিহ্ন রাখে দিগ দিগন্ত,
উঠে আসে নানা তথ্য,
তাতে পাওয়া যায় জীবন বাঁচানো,
ও সমাজ পরিবর্তনের পথ্য।
সহজ হয় প্রতিবাদের ভাষা,
জাগ্রত হয় বিবেক,
সঠিক দিশা পায় আবেগ।
ইতিহাস জাগে সাড়িতে,
নানা বিষয় থাকে বিষয়াদিতে।
রসের রকমারি,
থাকে একেকজনের একেকরকম কাহিনী।
কালির শব্দ-সাড়ি,
বাড়িয়ে দেয় কালির ব্যাবহারকারী,
নবজাগরণের প্রস্তুতি থাকে,
আশার কিরণ জাগিয়ে তোলে,
তেজষ্ক্রিয় চেতনার উন্মেষ ঘটায়।
______________
২. কবিতা: হাওয়াই মিঠাই,
গোলাপী, হলুদ,সাদা,
খেতে ভারী মজা।
ছোট থেকে শুরু করে শেষ পযর্ন্ত দাদু,
সবাই হয় কাবু,
হাওয়াই মিঠাইয়ে আছে যে জাদু।
মুখে দিলেই গলে যায়,
তাতেই স্বাদ আহ্লাদ হয়।
মেলায় গেলেই খুজি,
হাওয়াই মিঠাই ওইবুঝি।
_______________
৩. কবিতা: বহ্নিশিখা,
আগুন জ্বলতে থাকে অন্তরে,
সব কিছুকে উপেক্ষা করে,
এগিয়ে যাওয়ার লড়াই চলে।
নিজেকে একই জায়গায় স্থির রেখে,
স্রোতের বিপরীতে থেকে,
নিজের সিদ্ধান্তকে ঠিক রেখে,
পছন্দকে গুরুত্ব দিতে,
নিজের মতে অটুট থাকা,
হার না মেনে,
জয়কে গ্রহণ করার,
প্রয়াস চালিয়ে যাওয়া,
উদ্যম বারুদ মজুত রেখে,
মনের শিখা জ্বালিয়ে রাখা,
শেষ দিগন্তে যে পৌছানোর চেষ্টা,
তার নামই বহ্নিশিখা।
________________
৪. কবিতা: যুদ্ধ চালিয়ে যাও,
যতক্ষণ না-
লড়াই জেতা যায়,
প্রতিপক্ষকে না হার মানানো যায়,
নিজের ইচ্ছেকে বাস্তবরুপ দেওয়া যায়,
শীর্ষ সাফল্যে পৌছানো যায়,
ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাও।
বিশৃঙ্খলার জন্য নয়,
শান্তি প্রতিস্থাপন ও বজায় রাখার জন্যও,
সুন্দর পৃথিবী গড়ার জন্য
প্রয়োজন হলে লড়াই বেছে নিতে হবে।
_______________
৫. কবিতা: ভালোবাসি তাই,
ভালোবাসি তাই,
আগলে রাখতে চাই,
সোহাগে ভরিয়ে দেব তাই!
তোকে নিয়েই সারাটা জীবন কাটাতে চাই,
তোর ছন্দে তাল মেলাতে চাই,
পুরো পৃথিবীটা তোকে দিতে চাই,
মন-প্রাণ উজাড় করে শুধু তোকে দিতে চাই।
ভালোবাসি তাই-
মেঘলা ক্ষণে তোকে নিয়ে হারাই,
বৃষ্টির গল্পগুলো তুলে রাখি,
কল্পনা জগতে ভেসে বেড়াই।
_______________
৬. কবিতা: শেষের অংশ,
শুরুর প্রারম্ভে তৈরী থাকে,
মানসিকতা সজাগ রাখে,
যে করেই পৌছাতে হবে,
শেষের অংশে।
সমস্ত কল্পনা-জল্পনা-কর্মসূচীর অবসান ঘটে,
শেষ প্রান্তে,
হিসেব মেলে শেষ লগ্নে।
শেষ ভালো যার,
সব ভালো তার,
সমাপ্তটাই হোক সুন্দর ভাবে,
তবেই জেতা হোলো তবে।
_________________
৭. কবিতা: লিখিত,
সব কিছুই কাগজে-কলমে,
যায়না লিখিত,
থাকেনা সীমাবদ্ধ।
থাকে কিছু মনের গভীরে,
শরীরের উষ্ণতাতে,
ভীজে অনুভূতিতে,
আবেগের স্মৃতিতে,
বাস্তবের খেসারতে,
মনের বাগানে,
হৃদয়ের ক্যানভাসে।
_____________
৮. কবিতা: সনদপত্র,
তৈরী করা হয় ঘরের বাচ্চাকে,
যাতে সে ভালো নম্বর পেয়ে থাকে।
নিজেদের কাজও হয়ে থাকে,
ভালো ফলের জন্যে।
সব কাজেতেই সনদ খুঁজি,
তার হিসেবেই কাজের কথা ভাবি।
জীবনের সনদ পত্রে,
প্রতিটি কাজই যদি ভালো করা হয়,
আদৌ অন্য মানুষের প্রশংসাপত্রের,
প্রয়োজন নয় রয়!
_______________
৯. কবিতা: চিৎকার,
মনের প্রতিধ্বনি কখনও কষ্ট-হাহাকারের,
আবার কোনোটা চরম আনন্দের।
কষ্ট যখন গ্রাস করে মানব হৃদয়,
দাবানল হয়ে যায় অন্তর।
কুরে কুরে খায় সবকিছু,
শেষে জলাঞ্জলি হয় ভাবনাটুকু!
দুঃখের অন্তরজালে,
ডুকরে ডুকরে চলে হৃদয়ের ছন্দ।
চিৎকার যখন হয় আনন্দের,
তাতে সাড়া ফেলতে চায় সকলেই।
________________
১০. কবিতা: নীল মাত্রা,
ঐ সুনীল আকাশে পাখি দুটো উড়ে গেল,
তাদের গন্তব্যে।
অমারও ইচ্ছে করে,
মুক্ত বিহঙ্গের মতো
তোমাকে নিয়ে উড়ে যাই,
সেই নীল নীলিমায়,
যেখানে ভালোবাসা নীল মাত্রা পাবে,
আকার তার হেম হবে।
_______________
১১. কবিতা: নবজাগরণ,
নব প্রভাতে,
নতুন কিরণের আলোকে,
জাগ্রত হোক মনুষ্যত মনুষ্যত্বহীনের ,
বিবেক-বোধ প্রস্ফুটিত হোক সকল অবিবেকিদের,
নতুন দিনে প্রতিজ্ঞা বদ্ধ হয়ে,
উজ্জ্বল জীবন গড়তে,
নতুন প্রদীপ প্রজ্জ্বলনে,
আমরা পারি নবজাগরণ করতে,
সমাজ দুয়ারের,
সব অনিয়মের কালো স্তূপকে ধ্বংস করে,
সোনালী সময় বপন করতে।
_______________
১২. কবিতা: পরম্পরা,
চলতে চাই একই সুতোয়,
কখন যে ছিটকে যাই,
আবার ফিরতে চাই একই রেখায়।
রেখায় রেখান্বিত হতে চায় সকলেই,
উঠে পরে লাগে,
সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌছাতে।
ধরে রাখার চিহ্ন টা যে,
পরম্পরা তাই বলে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























