
প্রীতিময় দেশ
শুনেছ কি, একাকী বসি
ফুল আর পাখিদের গান?
কুলুকুলু বয়ে যাওয়া
বহতা নদীর কলতান।
দেখেছ কি, ডানা মেলে প্রজাপতি
মেতেছে যে রঙের উৎসবে?
সবুজ বনানি ঘেরা এই মাটি,
ফলবান গাছেদের ভিড়ে।
হারিয়ে গিয়েছ কি
কোন এক প্রীতির সকালে?
বাংলার রূপ-রস-গন্ধ নিয়ে
মেতে থাকা নিরব বিকেলে।
ফুলেল গুল্মলতা মেঠোপথ,
সবুজের প্রীত হাতছানি—
এইখানে পাবে তুমি,
হৃদয়টা ভরবে তা জানি।
রয়েছে ক্লান্তিহরা
ঝিরিঝিরি বয়ে যাওয়া বায়।
আমার সনে এসো,
বন্ধু হে, এসো গো হেথায়।
জেলেদের জাল বেয়ে
মাছ ধরা দৃষ্টি জুড়ায়,
আমাদের নদীসখা,
পলি গড়া নন্দিত গাঁয়।
মানব মনের হিতে এই দেশ,
দেখ কত রূপ-রসে ভরা!
রাশিরাশি রঙ আর
প্রীতিময় প্রকৃতির গড়া।