ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

প্রেমের পরাগরেণু

প্রেমের পরাগরেণু
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার, ভারত,

মনের একপ্রান্তে রেণুর বাস,
মনের মাধুরিতে থাকে চুবে,
উজ্জ্বলিত হয়ে ফোটে,
ভালোলাগার পরশ যখন ফোটে,
পূর্বরাগে কলি হয়,
গাড়ত্বে ফুল ফোটে,
জন্ম নেয় স্বপ্ন,
স্বপ্নের মালা গাথে মনের ফুলে দিয়ে,
পরাবে গলায়,
থাকবে সারাজীবনের সঙ্গী হয়ে।
প্রতিজ্ঞা থাকে মনের সাথে,
সারাটি জীবন কাটাবার,
মনের সাথে মনকে বেধে রাখবে,
এই থাকে সাক্ষাৎকার।
কুঞ্জবনে মনের গোচরে,
সমুদ্র-পাহাড়ে আকে ছবি,
এই নিয়ে দিন কেটে যায়,
ভালোবাসার ফুলকলি ফোটায়,
মনের তামাশা চলে উদ্দম আশায়,
কি দারুণ তোলপার মনের সাগরে,
প্রতি মুহুর্তই তোমায় নতুন করে পাওয়ার মুহুর্ত,
উপচে পড়া আমেজে খোশ মেজাজে,
প্রেমের খাল বিলে,
ভাবনা প্রিয়তমকে নিয়ে,
গর্জন রন্জন হাতে হাত রেখে,
দুটি আত্মা এক হয়ে,
সারাজীবনের সাক্ষী থাকে।
সুন্দর ভালোবাসার গল্প,
জন্ম দেয় হাজার সুন্দর ভালোবাসার।

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

প্রেমের পরাগরেণু

আপডেট সময় ০৯:১৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

প্রেমের পরাগরেণু
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার, ভারত,

মনের একপ্রান্তে রেণুর বাস,
মনের মাধুরিতে থাকে চুবে,
উজ্জ্বলিত হয়ে ফোটে,
ভালোলাগার পরশ যখন ফোটে,
পূর্বরাগে কলি হয়,
গাড়ত্বে ফুল ফোটে,
জন্ম নেয় স্বপ্ন,
স্বপ্নের মালা গাথে মনের ফুলে দিয়ে,
পরাবে গলায়,
থাকবে সারাজীবনের সঙ্গী হয়ে।
প্রতিজ্ঞা থাকে মনের সাথে,
সারাটি জীবন কাটাবার,
মনের সাথে মনকে বেধে রাখবে,
এই থাকে সাক্ষাৎকার।
কুঞ্জবনে মনের গোচরে,
সমুদ্র-পাহাড়ে আকে ছবি,
এই নিয়ে দিন কেটে যায়,
ভালোবাসার ফুলকলি ফোটায়,
মনের তামাশা চলে উদ্দম আশায়,
কি দারুণ তোলপার মনের সাগরে,
প্রতি মুহুর্তই তোমায় নতুন করে পাওয়ার মুহুর্ত,
উপচে পড়া আমেজে খোশ মেজাজে,
প্রেমের খাল বিলে,
ভাবনা প্রিয়তমকে নিয়ে,
গর্জন রন্জন হাতে হাত রেখে,
দুটি আত্মা এক হয়ে,
সারাজীবনের সাক্ষী থাকে।
সুন্দর ভালোবাসার গল্প,
জন্ম দেয় হাজার সুন্দর ভালোবাসার।