ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের পরাগরেণু

প্রেমের পরাগরেণু
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার, ভারত,

মনের একপ্রান্তে রেণুর বাস,
মনের মাধুরিতে থাকে চুবে,
উজ্জ্বলিত হয়ে ফোটে,
ভালোলাগার পরশ যখন ফোটে,
পূর্বরাগে কলি হয়,
গাড়ত্বে ফুল ফোটে,
জন্ম নেয় স্বপ্ন,
স্বপ্নের মালা গাথে মনের ফুলে দিয়ে,
পরাবে গলায়,
থাকবে সারাজীবনের সঙ্গী হয়ে।
প্রতিজ্ঞা থাকে মনের সাথে,
সারাটি জীবন কাটাবার,
মনের সাথে মনকে বেধে রাখবে,
এই থাকে সাক্ষাৎকার।
কুঞ্জবনে মনের গোচরে,
সমুদ্র-পাহাড়ে আকে ছবি,
এই নিয়ে দিন কেটে যায়,
ভালোবাসার ফুলকলি ফোটায়,
মনের তামাশা চলে উদ্দম আশায়,
কি দারুণ তোলপার মনের সাগরে,
প্রতি মুহুর্তই তোমায় নতুন করে পাওয়ার মুহুর্ত,
উপচে পড়া আমেজে খোশ মেজাজে,
প্রেমের খাল বিলে,
ভাবনা প্রিয়তমকে নিয়ে,
গর্জন রন্জন হাতে হাত রেখে,
দুটি আত্মা এক হয়ে,
সারাজীবনের সাক্ষী থাকে।
সুন্দর ভালোবাসার গল্প,
জন্ম দেয় হাজার সুন্দর ভালোবাসার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের পরাগরেণু

আপডেট সময় ০৯:১৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

প্রেমের পরাগরেণু
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার, ভারত,

মনের একপ্রান্তে রেণুর বাস,
মনের মাধুরিতে থাকে চুবে,
উজ্জ্বলিত হয়ে ফোটে,
ভালোলাগার পরশ যখন ফোটে,
পূর্বরাগে কলি হয়,
গাড়ত্বে ফুল ফোটে,
জন্ম নেয় স্বপ্ন,
স্বপ্নের মালা গাথে মনের ফুলে দিয়ে,
পরাবে গলায়,
থাকবে সারাজীবনের সঙ্গী হয়ে।
প্রতিজ্ঞা থাকে মনের সাথে,
সারাটি জীবন কাটাবার,
মনের সাথে মনকে বেধে রাখবে,
এই থাকে সাক্ষাৎকার।
কুঞ্জবনে মনের গোচরে,
সমুদ্র-পাহাড়ে আকে ছবি,
এই নিয়ে দিন কেটে যায়,
ভালোবাসার ফুলকলি ফোটায়,
মনের তামাশা চলে উদ্দম আশায়,
কি দারুণ তোলপার মনের সাগরে,
প্রতি মুহুর্তই তোমায় নতুন করে পাওয়ার মুহুর্ত,
উপচে পড়া আমেজে খোশ মেজাজে,
প্রেমের খাল বিলে,
ভাবনা প্রিয়তমকে নিয়ে,
গর্জন রন্জন হাতে হাত রেখে,
দুটি আত্মা এক হয়ে,
সারাজীবনের সাক্ষী থাকে।
সুন্দর ভালোবাসার গল্প,
জন্ম দেয় হাজার সুন্দর ভালোবাসার।