ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার Logo শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক Logo লালমনিরহাটে বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরিক্ষা বাতিল চেয়ে মানববন্ধন Logo বুড়িচংয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর কবজি কেটে দিল প্রেমিক ও তার ভাই Logo সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত Logo মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি Logo বরুড়ায় ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত Logo বেগমগঞ্জে কবর থেকে বস্তাবন্দি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার Logo আইএসইউর মানবিক উদ্যোগ বরুড়ায় শীতবস্ত্র বিতরণ Logo চাঁদপুর প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

প্রেমের ফাঁদে ফেলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতাারক আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রেমের সম্পর্ক গড়ে তোলার নাম করে এক তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশান (২৮)কে করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রতারক রাজিব খান ওরফে ঈশান কুমিল্লার মুরাদনগর থানার রসুলিয়া এলাকার আব্দুর রাজ্জাক খাঁনের পুত্র।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম সুমাইয়া সুলতানা গ্রীস প্রবাসী ঈশানের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচিত হন। পরিচয় থেকে দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈশান সুমাইয়াকে বিবাহের প্রস্তাব দেন এবং তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন। এরপর তিনি সুমাইয়ার ছোট ভাই এবং বোনের দেবরকে নিজ খরচে গ্রীসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। সুমাইয়া তার কথামতো তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করেন। বিদেশে পাঠানোর নাম করে ঈশান ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৪ লাখ টাকা গ্রহণ করেন। এরপর তিনি দেশে ফিরে সুমাইয়াকে বিবাহ করবেন বলে জানান এবং গত ৬ অক্টোবর বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফিরে এসে তিনি সুমাইয়ার ভাইকে বিদেশে পাঠানোর জন্য আরও টাকার দাবি করেন। গত ৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী স্কয়ার শপিং মলে সুমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে নগদ ৫ লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যান। এরপর থেকে ঈশান সুমাইয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ভিকটিম সুমাইয়া বুঝতে পারেন যে ঈশান প্রতারণামূলকভাবে তার বিশ্বাসভঙ্গ করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ১৭ অক্টোবর ২০২৫ ভিকটিম সুমাইয়ার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুর থানা পুলিশ প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশানের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার

SBN

SBN

প্রেমের ফাঁদে ফেলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতাারক আটক

আপডেট সময় ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

প্রেমের সম্পর্ক গড়ে তোলার নাম করে এক তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশান (২৮)কে করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রতারক রাজিব খান ওরফে ঈশান কুমিল্লার মুরাদনগর থানার রসুলিয়া এলাকার আব্দুর রাজ্জাক খাঁনের পুত্র।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম সুমাইয়া সুলতানা গ্রীস প্রবাসী ঈশানের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচিত হন। পরিচয় থেকে দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈশান সুমাইয়াকে বিবাহের প্রস্তাব দেন এবং তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন। এরপর তিনি সুমাইয়ার ছোট ভাই এবং বোনের দেবরকে নিজ খরচে গ্রীসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। সুমাইয়া তার কথামতো তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করেন। বিদেশে পাঠানোর নাম করে ঈশান ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৪ লাখ টাকা গ্রহণ করেন। এরপর তিনি দেশে ফিরে সুমাইয়াকে বিবাহ করবেন বলে জানান এবং গত ৬ অক্টোবর বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফিরে এসে তিনি সুমাইয়ার ভাইকে বিদেশে পাঠানোর জন্য আরও টাকার দাবি করেন। গত ৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী স্কয়ার শপিং মলে সুমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে নগদ ৫ লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যান। এরপর থেকে ঈশান সুমাইয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ভিকটিম সুমাইয়া বুঝতে পারেন যে ঈশান প্রতারণামূলকভাবে তার বিশ্বাসভঙ্গ করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ১৭ অক্টোবর ২০২৫ ভিকটিম সুমাইয়ার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুর থানা পুলিশ প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশানের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।