নাহিদ জামান, খুলনা
ফকিরহাটে ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন বর্তমান চেয়ারম্যান স্বপন কুমার দাস এবং মটরসাইকেল প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন শেখ ওয়েদুজ্জামান বাবু। নির্বাচনে মটরসাইকেল জয় লাভ করে। এই নির্বাচন কে কেন্দ্র করে ২৪ মে শুক্রবার মৌভোগ পশ্চিম পাড়া বাগে জান্নাত জামে মসজিদের ভেতর আনারসের কর্মী সমর্থকদের উপর নামাজরত অবস্থায় মটরসাইকেলের কর্মী সমর্থকরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৩ জন কে গুরুতর আহত করে। আহতরা হলেন মৌভোগ গ্রামের মিরাজুল শিকদার (২৫), ফজলে করিম শিকদার (২৮), নুরজ্জামান ময়না (৬৫)। স্থানীয়রা আহতদের কে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে আহত মোঃ মিরাজুলের পিতা কাঞ্চন শিকদার বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মো, ইব্রাহিম শিকদার(২৫), হয়রত শিকদার (৩৫), আফসার শিকদার (২৮), মো, টুকু শিকদার (২০), কওসার শিকদার (২৬), মো, আবিদ শিকদার (৪০)মো, শাকিল শিকদার (২২), ইমাদুল শিকদার (৪৫), আমিনুর ইসলাম(৫৫), হোসেন শেখ(৫২), নুর ইসলাম শেখ (৪৫), মনছুর শিকদার (৪০) ১২ জন সহ আর অজ্ঞাত আর ৮ / ১০ জনের নামে মামলা দায়ের করেন। যার মামলা নং ১৯/১০২।