
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ফিলিস্তিনিদের উপর ইসরাইলী গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতার। ইসরাইলের আগ্রাসনে ফিলিস্থিনের নিরীহ শিশুসহ মুসলিমদের গণহত্যার বিরুদ্ধে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ এপ্রিল) যোহরের নামাজের পরে উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও ধর্মপ্রাণ তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল সমুহ স্ব-স্ব এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
পরে মুফতি মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সরাইল উচালিয়াপাড়া মাদ্রসার মুহতামিম মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল শাখার সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, ছাত্র প্রতিনিধি ইরফান খান ও নাহিদ ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলী বোমা হামলা, বর্বরতা, হত্যাযজ্ঞ এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর ভারতের হিন্দুত্ববাদীদের কর্তৃক অত্যাচার নির্যাতন এবং মুসলমানদের স্বার্থ বিরোধী ওয়াকফ আইনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।