দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলো পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈনুদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ নবীউল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামেদুল ইসলাম, ২৯ বিজিবি‘র নায়েক সুবেদার মোঃ সাইদুল রহমান, ফুলবাড়ী সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই মিটিংয়ে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠিত হয়।